সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইলিশ ধরায় ৫ জেলের কারাদণ্ড

প্রকাশিত : ১০:১৫ পিএম, ১৪ অক্টোবর ২০২২ শুক্রবার

ইলিশ-ধরায়-৫-জেলের-কারাদণ্ড

ইলিশ-ধরায়-৫-জেলের-কারাদণ্ড

সম্পর্কিত খবর ছেলের স্টাইলিশ ছবি দেখিয়ে ‘সতর্ক’ করলেন বুবলী! চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় মা ইলিশ ধরায় পাঁচ জেলেকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ রায় দেন দেন  জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিসেট্রট এ.আর.এম জাহিদ হাসান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মা ইলিশ রক্ষায় মেঘনা নদীর রাজরাজেশ্বর, কাচিঘাটা, আমিরাবাদ, মিনি কক্সবাজারসহ বিভিন্ন জলভাগে অভিযান চালায় টাস্কফোর্স। অভিযানে প্রায় পাঁচ হাজার মিটার জাল ও ৩০ কেজি ইলিশসহ পাঁচ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১৪ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

তিনি আরো জানান, উদ্ধার করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া ইলিশ জেলা সদরের খন্দকার ফিশ প্রসেসিং অ্যান্ড আইস প্ল্যান্ট কমপ্লেক্সের জিম্মায় দেওয়া হয়।