সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

টিসিবির পণ্য কালোবাজারে বিক্রি করলো ডিলার

প্রকাশিত : ১০:১৫ পিএম, ১৪ অক্টোবর ২০২২ শুক্রবার

টিসিবির-পণ্য-কালোবাজারে-বিক্রি-করলো-ডিলার

টিসিবির-পণ্য-কালোবাজারে-বিক্রি-করলো-ডিলার

ময়মনসিংহের নান্দাইল পৌর এলাকার জন্য বরাদ্দকৃত সরকারের স্বল্পমূল্যের টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে। 

বুধবার নান্দাইল পৌরসদরে টিসিবি কর্তৃক ৪০৫ টাকা মূল্যের প্যাকেজ বিক্রি করা হয়। সারাদিন বিক্রি করার পর ২০০ জন কার্ডধারী বাকী থাকতেই প্যাকেজ শেষ হয়ে যায়। 

কার্ডধারীরা তাদের প্যাকেজ দাবি করলে সংশ্লিষ্ট ভাই ভাই এন্টারপ্রাইজের ডিলার প্যাকেজ শেষ হয়ে যাওয়ার কথা বলে সেখান থেকে চলে যায়। 

কার্ডধারীরা গত ১৩ অক্টোবর বৃহস্পতিবার পৌরসভার প্যানেল মেয়র শফিকুল ইসলামের কাছে অভিযোগ জানালে, তিনি তাদের সঙ্গে নিয়ে ইউএনওর দফতরে উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

এ সময় অক্টোবর মাসের টিসিবির কার্ড থাকা সত্বেও মালামাল না পাওয়া ২০০ কার্ডধারী উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে অবস্থান করে ডিলারের বিচার দাবি করেন। 

প্যানেল মেয়র মো. শফিকুল ইসলাম বলেন, আমার ওয়ার্ডের প্রায় ২শতাধিক টিসিবি কার্ডধারীর অক্টোবর মাসের মালামাল বিতরণ না করে ডিলার মহির উদ্দিন তা কালো বাজারে বিক্রি করে দিয়েছেন। তিনি কার্ডধারীরদের মাঝে মালামাল বিতরণ করার দাবি জানান। এ সময় ইউএনও টিসিবি ডিলার মহির উদ্দিনকে তার কার্যালয়ে ডেকে নিয়ে অভিযোগকারী কার্ডধারীদের মাঝে টিসিবির প্যাকেজ বিক্রি করার নিদের্শ প্রদান করেন। 

ইউএনও মো. আবুল মনসুর জানান, অভিযোগকারী কার্ডধারীদের মাঝে মালামাল বিক্রি করতে ব্যর্থ হলে উক্ত ডিলারের টিসিবির লাইসেন্স বাতিল করার সুপারিশ প্রেরণ করা হবে।