সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

পাক প্রধানমন্ত্রীকে অযোগ্য ঘোষণা করতে সুপ্রিম কোর্টে পিটিআই

প্রকাশিত : ০৯:৫০ পিএম, ১৪ অক্টোবর ২০২২ শুক্রবার

পাক-প্রধানমন্ত্রীকে-অযোগ্য-ঘোষণা-করতে-সুপ্রিম-কোর্টে-পিটিআই

পাক-প্রধানমন্ত্রীকে-অযোগ্য-ঘোষণা-করতে-সুপ্রিম-কোর্টে-পিটিআই

পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে শেহবাজ শরিফকে অযোগ্য ঘোষণা করতে দেশটির সুপ্রিম কোর্টে আবেদন করেছে দেশটির  বিরোধী রাজনৈতিক দল ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই)। দলটির নেতা আন্দলিব আব্বাস এবং হাসান নিয়াজি আইনজীবী অ্যাডভোকেট আসাদ মঞ্জুর বাটের মাধ্যমে সুপ্রিম কোর্টে আবেদনটি করেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

আবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তার বিদেশ সফরের সময় আদালত কতৃক ঘোষিত অপরাধী ও দোষী সাব্যস্ত ব্যক্তিদের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন। 

এতে আরো বলা হয়, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরিফকে ১০ বছরের কারাদণ্ড ও ৮০ লাখ রুপি জরিমানা করেছে পাকিস্তানের একটি জবাবদিহি আদালত।

অভিযোগে বলা হয়, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বিদেশ সফরের সময় হুসেইন নওয়াজ, সুলেমান শেহবাজ ও ইসহাক দারের সঙ্গে দেখা করেন। পরে ইসহাক দারকে নিজের বিমানে করে পাকিস্তানে আনেন।

আবেদনে বলা হয়, শেহবাজ শরিফের এই সমস্ত পদক্ষেপ দেশের সংবিধান ও আইনের লঙ্ঘন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে শেহবাজ তার ক্ষমতার অপব্যবহার করেছেন।
সান নিয়াজি।

উল্লেখ্য, আল-আজিজিয়া দুর্নীতি মামলার দণ্ডপ্রাপ্ত আসামি হচ্ছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ২০১৯ সালে আদালতের অনুমতি নিয়ে চিকিৎসার জন্য লন্ডনে যান নওয়াজ। এরপর থেকে সেখানেই আছেন তিনি।