সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাংলাদেশ চূড়ান্ত দলে সৌম্য-শরিফুল

প্রকাশিত : ০৯:৩০ পিএম, ১৪ অক্টোবর ২০২২ শুক্রবার

বাংলাদেশ-চূড়ান্ত-দলে-সৌম্য-শরিফুল

বাংলাদেশ-চূড়ান্ত-দলে-সৌম্য-শরিফুল

আইসিসি টি-২০ বিশ্বকাপের চূড়ান্ত দলে সুযোগ পেয়েছেন বাঁহাতি ওপেনার সৌম্য সরকার ও পেসার শরিফুল ইসলাম। নিউজিল্যান্ড থেকে বিশ্বকাপে অংশ নিতে শনিবার দলের সঙ্গেই অস্ট্রেলিয়ায় উড়াল দেবেন তারা।

শুক্রবার রাতে এই দুই ক্রিকেটারের নাম অন্তর্ভুক্ত করে চূড়ান্ত দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এর আগে, ১৪ সেপ্টেম্বর ঘোষিত বিশ্বকাপের ১৫ সদস্যের স্কোয়াডে ছিলেন না সৌম্য-শরিফুল। তাদের রাখা হয়েছিল স্ট্যান্ডবাই হিসেবে।

সম্প্রতি নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-২০ সিরিজে আশানুরূপ পারফর্ম্যান্স না করায় ১৫ সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়েছেন হার্ডহিটার সাব্বির রহমান ও অলরাউন্ডার সাইফউদ্দিন। তাদের পরিবর্তে চূড়ান্ত দলে সুযোগ পেয়ে বিশ্বকাপ খেলতে যাচ্ছেন সৌম্য সরকার ও শরিফুল ইসলাম।

একনজরে বিশ্বকাপে বাংলাদেশের চূড়ান্ত দল:

সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরী, মুসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক/সহ-অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, এবাদত হোসেন।