সিদ্ধান্ত বদল করলেন লিজ ট্রাস
প্রকাশিত : ০৮:৫০ পিএম, ১৪ অক্টোবর ২০২২ শুক্রবার
সিদ্ধান্ত-বদল-করলেন-লিজ-ট্রাস
ডাউনস্ট্রিটে রাখা বক্তব্যে লিজ ট্রাস এসব কথা জানান।
এর আগে, মন্ত্রিসভার অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্তেং ও রাজস্ব বিভাগের মুখ্য সচিব ক্রিস ফিলপকে বরখাস্ত করা হয়।
ট্রাস বলেন, তার সরকারের মিনি-বাজেট প্রত্যাশার চেয়ে বেশি দ্রুত গতিতে এগিয়ে যাবে। আমাদের আর্থিক শৃঙ্খলার বাজারকে আশ্বস্ত করতে এখনই কাজ করতে হবে।
বক্তব্যের সময় তিনি বলেন, আমরা কর্পোরেশন কর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এটি ১৮ বিলিয়ন কর বৃদ্ধি করবে।
তিনি বলেন, আমি নিম্ন কর আরোপ করতে চাই এবং দেশের অর্থনীতির অগ্রগতি চাই।
এ সময় প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকার ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাস বলেন, যুক্তরাজ্যের অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করাই আমার নেতৃত্বাধীন সরকারের লক্ষ্য। তাই আমি কঠিন সিদ্ধান্ত নিয়েছি। এ পরিকল্পনা এখনো অর্থনীতির গতি বাড়াবে। কিন্তু তিনি জাতীয় স্বার্থের জন্য প্রধানমন্ত্রীর পদে থাকবেন।