বিদায়ী অর্থমন্ত্রীকে চিঠিতে যা লিখলেন প্রধানমন্ত্রী লিস ট্রাস
প্রকাশিত : ০৮:৫০ পিএম, ১৪ অক্টোবর ২০২২ শুক্রবার
বিদায়ী-অর্থমন্ত্রীকে-চিঠিতে-যা-লিখলেন-প্রধানমন্ত্রী-লিস-ট্রাস
লিজ চিঠিতে লিখেন, ‘‘ধন্যবাদ আপনার পত্রের (পদত্যাগপত্র) জন্য। দীর্ঘদিন বন্ধু ও সহকর্মী হিসেবে পাশে ছিলেন। আমাদের সরকার থেকে আপনাকে হারিয়ে গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা আমাদের দেশের একই লক্ষ্য নিয়ে কাজ করি এবং অগ্রগতির জন্য দৃঢ়ভাবে থাকি। আপনি বৈশ্বিক মারাত্মক সময়ের মাঝে একজন অসাধারণ অর্থমন্ত্রী ছিলেন।
মিনি বাজেটের সবচেয়ে বড় অংশ জ্বালানি মুল্যের নিরাপত্তা এবং জ্বালানি বিল মওকুফের কর্মসূচি এই আধুনিক সময়ে গুরুত্বপূর্ণ উদ্ভাবন। আপনার উদ্ভাবনের জন্য ধন্যবাদ। পরিবারগুলো (যুক্তরাজ্য) আগামী শীতে তাদের উষ্ণ রাখতে পারবে এবং জীবন বেঁচে যাবে।
আপনি জাতীয় বীমা অবদান বৃদ্ধি বাতিল করতে এ সপ্তাহে আইন প্রণয়নের মাধ্যমে কর্মজীবী মানুষের জন্য কর কমিয়েছেন। আপনি যোগানের সংস্কারের জন্য অনেক পথ তৈরি করেছেন, যা সরকার গর্বের সঙ্গে নিয়েছে। এতে নতুন অনেক বিনিয়োগ অঞ্চল ইইউ থেকে বেরিয়ে আসার পর বিশ্বের অর্থনীতিতে যুক্তরাজ্যকে দীর্ঘদিন সহায়তা করবে।
আমি আপনার নেয়া সিদ্ধান্তকে গভীরভাবে সম্মান জানাই। আপনি জাতীয় স্বার্থকে প্রধান্য দিয়েছেন। আমি জানি, আমাদের দেশের আগামী প্রজন্মের প্রত্যাশায় কম কর, উচ্চবেতন ও উচ্চ অর্থনীতির অগ্রগতির বিষয়ের অগ্রযাত্রায় সমর্থন করবেন আপনি।
দেশের সেবা ও আপনার বন্ধুত্ব এবং সমর্থনের জন্য ধন্যবাদ জানাই। আমি বিশ্বাস করি, আগামী দিনগুলোতে মানুষের জীবনের উন্নতিকল্পে আপনি বিশাল অবদান রাখবেন।’’