নৌকাবাইচ দেখতে গিয়ে নিখোঁজ, ২৪ ঘণ্টা পার হলেও মেলেনি সন্ধান
প্রকাশিত : ০৭:১৫ পিএম, ১৪ অক্টোবর ২০২২ শুক্রবার
নৌকাবাইচ-দেখতে-গিয়ে-নিখোঁজ-২৪-ঘণ্টা-পার-হলেও-মেলেনি-সন্ধান
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে খোয়াজপুর ইউনিয়নের রাজারচর গ্রাম সংলগ্ন আড়িয়াল খাঁ নদে এ ঘটনা ঘটে। নিখোঁজ ২৪ বছরের জিসান সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বাহেরচর কাতলা গ্রামের হায়দার শিকদারের ছেলে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে বাহেরচর কাতলা গ্রাম থেকে নৌকায় চড়ে খোয়াজপুর এলাকায় নৌকাবাইচ দেখতে রওনা হন একদল যুবক। নৌকাটি বাইচের স্থানে পৌঁছানোর কিছুক্ষণ পর ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন জিসান। এরপর তার সন্ধানে অভিযান চালান আশপাশের লোকজন। রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় মাদারীপুর ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল। তারা উদ্ধারকাজ চালালেও কোনো সন্ধান মেলেনি জিসানের।
জিসানের বাবা হায়দার শিকদার বলেন, নৌকায় আট যুবক ছিলেন। হঠাৎ নৌকায় পানি উঠে ডুবে যায়। সবাই সাঁতরে উঠলেও আমার ছেলে তলিয়ে গেছে।
সদর থানার ওসি মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, নৌকাডুবির ঘটনা শুনেছি। ওই যুবককে উদ্ধারে কাজ করছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।