সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বঙ্গোপসাগরে জাহাজের সংঘর্ষ, ২ জনের মরদেহ উদ্ধার

প্রকাশিত : ০৭:১৫ পিএম, ১৪ অক্টোবর ২০২২ শুক্রবার

বঙ্গোপসাগরে-জাহাজের-সংঘর্ষ-২-জনের-মরদেহ-উদ্ধার

বঙ্গোপসাগরে-জাহাজের-সংঘর্ষ-২-জনের-মরদেহ-উদ্ধার

সম্পর্কিত খবর বঙ্গোপসাগরে সুপার সাইক্লোন সৃষ্টির আভাস বঙ্গোপসাগরের বহির্নোঙর এলাকায় দুই জাহাজের সংঘর্ষে নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। এ ঘটনায় এখনো চারজন নিখোঁজ রয়েছেন।

শুক্রবার সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন  কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা কাজী আল আমিন।

তিনি জানান, পাথর বোঝাই করে বহির্নোঙরে যাচ্ছিল লাইটার জাহাজ এমভি সুলতান সানজার। এ সময় আরেকটি লাইটার জাহাজ এমভি আকিজ লজিস্টিকসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে এমভি সুলতান সানজার ডুবে যায়। একপর্যায়ে জাহাজে থাকা ৯ জন ক্রুর মধ্যে তিনজন সমুদ্রে লাফিয়ে পড়েন। পরে তাদের জীবিত উদ্ধার করা গেলেও ছয়জন নিখোঁজ হন।

তিনি বলেন, শুক্রবার সকালে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদেরও উদ্ধারে কাজ করছে কোস্টগার্ড।