সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরীক্ষার্থীর মুঠোফোনে উত্তর পাঠিয়ে দণ্ড নিয়ে জেলে গেলেন পিয়ন

প্রকাশিত : ০৭:১৫ পিএম, ১৪ অক্টোবর ২০২২ শুক্রবার

পরীক্ষার্থীর-মুঠোফোনে-উত্তর-পাঠিয়ে-দণ্ড-নিয়ে-জেলে-গেলেন-পিয়ন

পরীক্ষার্থীর-মুঠোফোনে-উত্তর-পাঠিয়ে-দণ্ড-নিয়ে-জেলে-গেলেন-পিয়ন

সম্পর্কিত খবর প্রশ্নফাঁস: শিক্ষা অফিসার বরখাস্ত খাগড়াছড়ির মাটিরাঙ্গা সরকারি কলেজে পরীক্ষার সময় পরীক্ষার্থীর মুঠোফোনে উত্তর পাঠানোয় এক পিয়নকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ তৃলা দেব এ রায় দেন। দণ্ডিতের নাম মো. কামাল হোসেন। তিনি মাটিরাঙ্গা পৌর শহরের মুসলিমপাড়ার আব্দুল হামিদের ছেলে ও সরকারি ডিগ্রি কলেজের অফিস সহায়ক।

মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রের সচিব প্রশান্ত ত্রিপুরা বলেন, শুক্রবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি প্রোগ্রামের সমাজ বিজ্ঞান দ্বিতীয়পত্রের পরীক্ষা চলছিল। এ সময় এক পরীক্ষার্থীর মুঠোফোনে প্রশ্নের সব উত্তর পাঠান পিয়ন কামাল। পরে তাকে হাতেনাতে ধরেন পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও  উপজেলা রিসোর্স ইনসট্রাক্টর মো. আজগর হোসেন।

পরে দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কামালকে দুই বছরের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন ইউএনও মিজ তৃলা দেব। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।