সু চির নিরাপত্তা প্রধানের ১০ বছরের কারাদণ্ড
প্রকাশিত : ০৫:৫০ পিএম, ১৪ অক্টোবর ২০২২ শুক্রবার
সু-চির-নিরাপত্তা-প্রধানের-১০-বছরের-কারাদণ্ড
বৃহস্পতিবার দেশটির নাইপিটাওয়ের একটি আদালত এ রায় দেয়।
আদালতের সূত্রের তথ্যানুযায়ী, গত জুলাইয়ে সাজাপ্রাপ্ত ৮৮ সালের জনপ্রিয় নেতা কো জিমির কাছে সামরিক তথ্য ফাঁসের জন্য অফিস সিকরেটস অ্যাক্ট আইনের অধীনে উ অং নাইং ওও-কে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
১৯৯০ সালে মিয়ানমারের আগের সামরিক শাসনামলে অং সান সু চি তার ইয়াঙ্গুনের বাড়িতে গৃহবন্দি ছিলেন। তখন সু চি-কে পর্যবেক্ষণের জন্য উ অং নাইং ওও-কে নিয়োগ দেয় তাৎকালীন জান্তা সরকার।
উৎখাত করা অং সান সু চির নেতৃত্বাধীন বেসামরিক সরকারের অধীনে প্রেসিডেন্ট অফিসের নিরাপত্তা বিভাগের সহকারী পরিচালক ছিলেন পর উ অং নাইং ওও। ঐ সময় সু চির সফরের নিরাপত্তার দায়িত্বেও ছিলেন তিনি।
২০২১ সালের অক্টোবরে উ অং নাইং ওও-কে আটক করে নাইপিঠাও কারাগারে রাখা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের অধীনে অভিযোগ আনা হয়। তাকে ছাড়াও সু চির নারী দেহরক্ষী চেরি হেটেটকে পুলিশের নিয়ম ভাঙার দায়ে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ৩০ বছরের এ নারী পুলিশকে নাইপিঠাওয়ের ইয়ামেথিন কারাগারে পাঠানো হয়েছে।
গত জুলাইয়ে অং সান সু চির সহায়তাকারী এবং পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী কো জাও নাঈং উইনকে সাত বছরের কারাদণ্ড দেয় জান্তা সরকার পরিচালিত আদালত। তার বিরুদ্ধে সরকারি চাকরিজীবী হয়ে জান্তার বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেয়ার অভিযোগ আনা হয়।
এদিকে, ১৪ মামলায় অং সান সু চি-কে ২৬ বছরের কারাদণ্ড দিয়েছে বর্তমান মিয়ানমার জান্তা সরকারের বিভিন্ন আদালত।
সূত্র- দ্যা ইরাবতি।