তিউনিসিয়ার উপকূলে মিলল ১৫ অভিবাসীর মরদেহ
প্রকাশিত : ০৫:৫০ পিএম, ১৪ অক্টোবর ২০২২ শুক্রবার
তিউনিসিয়ার-উপকূলে-মিলল-১৫-অভিবাসীর-মরদেহ
বৃহস্পতিবার তিউনিসিয়ার সমুদ্র রক্ষীরা জানায়, বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে চেবা, সালাকতা এবং মাহদিয়া উপকূল থেকে ১৫ জন অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সমুদ্র রক্ষীরা জানায়, উদ্ধার করা মরদেহগুলোতে পচন ধরেছে। মরদেহগুলো অনেকদিন ধরে সমুদ্রে ছিল বলে ধারণা করা হচ্ছে।
প্রাথমিক তদন্তের পর তিউনিসিয়ার কর্তৃপক্ষ জানায়, আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশ থেকে এসব অভিবাসীরা এসছিলেন। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ইতালিতে পাড়ি দিতে গিয়ে মারা গেছেন ১ হাজার ৫০৯ জন অভিবাসী।
উন্নত জীবনের আশায় বেশ কয়েক বছর ধরে দক্ষিণ আফ্রিকার দেশ তিউনিসিয়া, আলজেরিয়া, লিবিয়া, মৌরিতানিয়া ও মরোক্ক হয়ে ইউরোপে পাড়ি জমাচ্ছেন অনেক অভিবাসী। এরমধ্যে কিছু অভিবাসী ইউরোপে সফলভাবে পৌঁছাচ্ছেন আবার অনেক অভিবাসী সমুদ্রযাত্রায় পানিতে ডুবে মারাও যাচ্ছেন।