সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

কম্বোডিয়ায় নৌকাডুবিতে ৯ শিক্ষার্থীর মৃত্যু 

প্রকাশিত : ০৪:৫০ পিএম, ১৪ অক্টোবর ২০২২ শুক্রবার

কম্বোডিয়ায়-নৌকাডুবিতে-৯-শিক্ষার্থীর-মৃত্যু 

কম্বোডিয়ায়-নৌকাডুবিতে-৯-শিক্ষার্থীর-মৃত্যু 

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ার দক্ষিণাঞ্চলে নৌকাডুবিতে অন্তত ৯ জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো দুইজন। আর উদ্ধার হয়েছেন চারজন।

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় দেশটির রাজধানীর দক্ষিণ-পূর্ব মেকং নদী পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, দুর্ঘটনা কবলিত স্থান থেকে চারজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুইজন শিক্ষার্থী ও দুইজন নৌকার সদস্য। 

জেলা পুলিশের কর্তকর্তা ডিম সামরিথ স্থানীয় সংবাদমাধ্যম ভডকে বলেন, এ ধরনের দুর্ঘটনা হওয়া উচিত হয়নি। কারণ এ সময় নদীটি শান্ত থাকে।

তিনি বলেন, দুর্ঘটনা কবলিত নৌকাতে ১৫ জন যাত্রী ও কর্মী ছিলেন। তাদের কারো কাছেই লাইফ জ্যাকেট ছিল না।

দুর্ঘটনায় কবলিত ছাত্রদের বয়স ১২ থেকে ১৪ বছরের মধ্যে। তারা নদীর পাশের একটি দ্বীপে বসবাস করে থাকে। বর্ষাকালে তারা প্রতিদিন নৌকায় পারাপার হয়। দুর্ঘটনার দিন তারা ইংরেজি ক্লাস করে বাড়ি ফেরার সময় নৌকাডুবির শিকার হয়। 

পুলিশ জানায়, শুষ্ক মৌসুমে নদীতে অল্প পরিমাণ পানি থাকে। আবার অনেক সময় পানি না থাকায় পায়ে হেঁটে পার হওয়া যায়।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, পার থেকে ১৬০ ফুট দূরে নৌকাটি দুর্ঘটনার কবলে পড়লে সেটিতে পানি ঢুকতে শুরু করে।