ইউক্রেনের দক্ষিণে চাপে থাকলেও পূর্বে এগোচ্ছে রাশিয়া
প্রকাশিত : ০৪:৫০ পিএম, ১৪ অক্টোবর ২০২২ শুক্রবার
ইউক্রেনের-দক্ষিণে-চাপে-থাকলেও-পূর্বে-এগোচ্ছে-রাশিয়া
ব্রিটেনের গোয়েন্দাদের সর্বশেষ তথ্যের বরাতে এ খবর জানায় বার্তা সংস্থা রয়টার্স।
ব্রিটেনের গোয়েন্দা জানায়, রাশিয়ার ব্যক্তিগত সামরিক কোম্পানি ওয়াগনার গ্রুপের নেতৃত্বাধীন বাহিনী বাখমুত শহরের দক্ষিণের অপটাইন xইভানগ্রাদের গ্রামগুলো নিয়ন্ত্রণে নিয়েছে। গত তিন মাসের মধ্যে প্রথমবার বাহিনীটি অগ্রসর হয়েছে।
লন্ডনে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের সাফল্যের ওপর নজর রাখার দায়িত্বে থাকা কর্মকর্তারা জানান, গত জুলাইয়ের শুরুতে কিছু এলাকা দখল করেছে নিয়মিত রুশ সেনা ও রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে অভিযান শুরুর পর রুশ দখলকৃত এলাকায় গত আগস্টের শেষের দিকে রাশিয়ার ওপর পাল্টা আক্রমণ করে বসে ইউক্রেন। এতে উত্তর-পূর্বে রুশ সেনাদের হটিয়ে দেয় ইউক্রেনের সেনারা। এমনকি দক্ষিণে রুশ সেনাদের চাপের মধ্যে ফেলেছে তারা।