খারাপ সময়ে নিজের কাছেই সান্ত্বনা খুঁজতেন নাওয়াজ
প্রকাশিত : ০৪:৩০ পিএম, ১৪ অক্টোবর ২০২২ শুক্রবার
খারাপ-সময়ে-নিজের-কাছেই-সান্ত্বনা-খুঁজতেন-নাওয়াজ
ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের চ্যাম্পিয়নের পেছনে নাওয়াজকে কৃতিত্ব না দিলে সেটা হবে অন্যায়। বাংলাদেশের বিপক্ষে চাপের মুহূর্তে দুর্দান্ত ইনিংস খেলা কিংবা ফাইনালে অপরাজিত থেকে দলকে জেতানো, সব কিছুতে নিজেকে মেলে ধরে প্রমাণ করেছেন তিনি।
অথচ ক্যারিয়ারে একটা সময় মুদ্রার ওপিঠও দেখতে হয়েছে নাওয়াজকে। ২০১৬ সালে অভিষিক্ত হওয়া নাওয়াজ পাকিস্তান দলে নিয়মিত হয়েছেন ২০২১ সালে। মাঝে ২০১৯ ও ২০২০ সালে সুযোগ মেলেনি। সেই কঠিন সময়ে নিজের আত্মবিশ্বাসের জোরে টিকে ছিলেন।
সে সময় নিজেই নিজেকে সান্ত্বনা দিতেন জানিয়ে নাওয়াজ বলেন, ‘সেই দিনগুলোতে নিজেই নিজেকে সমর্থন যোগাতাম। নেটে যা অনুশীলন করতাম সেটাই স্বচ্ছ মনে করে দেখানোর চেষ্টা করতাম।’
২০২১ এ দলে ফেরার পরও ব্যাট হাতে একেবারেই জ্বলে উঠতে পারছিলেন এই পাকিস্তানি অলরাউন্ডার। যে কারণে তাকে বাদ না দেওয়ায় পাকিস্তান টিম ম্যানেজমেন্টকেও শুনতে হয়েছে সমালোচনা। তবে সময়ের সঙ্গে সব উড়িয়ে দিয়েছেন নাওয়াজ।
সামনে দলের জয়ে আরও অবদান রাখতে চান এই অলরাউন্ডার। নাওয়াজ বলেন, ‘মিডল অর্ডারের ব্যাটিং আমাদের অনেক কাজে দিয়েছে। উইকেট ধরে রেখে পরিকল্পনামাফিক খেলার চেষ্টা করেছি। এখন আমরা বিশ্বকাপের জন্য মুখিয়ে আছি।’