২৮ হলে ‘রাগী’ মুনমুন
প্রকাশিত : ০৪:২০ পিএম, ১৪ অক্টোবর ২০২২ শুক্রবার
২৮-হলে-রাগী-মুনমুন
মুনমুন বলেন, আমি আমার মতো করে নিজের সেরাটা দিয়ে অভিনয় করার চেষ্টা করেছি। আশা করি, দর্শক খুব এনজয় করবেন। এ সিনেমার গল্পটাই মূল। সবগুলো চরিত্রের মধ্যে ফিল্মি স্টাইল আছে। দর্শক সিনেমাটি দেখলে যেমন হাসবেন, কাঁদবেন আবার রেগেও যাবেন।
সিনেমাটির নির্মাতা মিজানুর রহমান মিজান বলেন, দর্শকের উদ্দেশ্যে এটাই বলার, তারা যেন হলে এসে সিনেমাটি দেখেন এবং ভালো-মন্দ প্রতিক্রিয়া জানান। আমি কী বানিয়েছি, এটা তারাই বিচার করবেন। সুতরাং তাদের ওপরই নির্ভর করছে আমাদের সিনেমার ভবিষ্যৎ।
সিনেমাটিতে নায়ক হিসেবে অভিনয় করেছেন আবির চৌধুরী। সামাজিক-অ্যাকশন ঘরানার সিনেমাটিতে আবিরের বিপরীতে অভিনয় করেছেন দুই নায়িকা আঁচল আঁখি ও মৌমিতা মৌ। এছাড়াও রয়েছেন- শতাব্দী ওয়াদুদ, শাকিল আহমেদ, মারুফ আকিব, খালেদা আক্তার, কাজী হায়াৎ, অন্তরা জামান, ববি, জিয়া তালুকদার, সনি প্রমুখ।