সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাবার টাকা চুরি করে প্রেমিককে দিত নাবালিকা প্রেমিকা

প্রকাশিত : ০৩:৫০ পিএম, ১৪ অক্টোবর ২০২২ শুক্রবার

বাবার-টাকা-চুরি-করে-প্রেমিককে-দিত-নাবালিকা-প্রেমিকা

বাবার-টাকা-চুরি-করে-প্রেমিককে-দিত-নাবালিকা-প্রেমিকা

নাবালিকা প্রেমিকার সহায়তায় তার বাবার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৯ লাখ টাকা চুরির অভিযোগে প্রেমিক ও তার মাকে গ্রেফতার করেছে পুলিশ। ঐ সময় অভিযুক্ত নাবালিকা মেয়েকে আটক করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, দুই বছর আগে নাবালিকা মেয়েটির সঙ্গে অভিযুক্ত তরুণের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মেয়েটির পরিবার সম্পর্কটি মেনে নেয়নি। তবে পরিবারের আপত্তি সত্ত্বেও সম্পর্ক চালিয়ে যাচ্ছিল ঐ মেয়েটি।

এতে আরো বলা হয়, কিছুদিন আগে ঐ নাবালিকার বাবা এটিএম বুথে টাকা তুলতে গিয়ে দেখতে পান, তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৩০ হাজার টাকা উধাও। অথচ ব্যাংকের পক্ষ থেকে টাকা কেটে নেয়ার কোনো মেসেজ তার ফোনে আসেনি। ঐ ব্যক্তি তাৎক্ষণিক ব্যাংকে ছুটে যান।

ব্যাংকে গিয়ে তিনি জানতে পারেন, তার অ্যাকাউন্ট থেকে কয়েক লাখ টাকা গায়েব হয়ে গেছে। আর সেই টাকা তার মেয়ের প্রেমিকের মায়ের অ্যাকাউন্টে স্থানান্তর হয়েছে। প্রতিবারই টাকা কেটে নেয়ার বার্তা আসা মাত্রই ঐ কিশোরী বাবার ফোন থেকে সেই মেসেজ মুছে ফেলতো। শুধু তাই নয়, বাড়ির আলমারি থেকে ৪ লাখ টাকা চুরি করে প্রেমিককে দেয় ঐ মেয়েটি। এভাবে মোট ১২ লাখ টাকা প্রেমিককে দেয় প্রেমিকা। প্রেমিকের বাড়িতে ফোন করে পুলিশের ভয় দেখালে দেড় লাখ টাকা ফেরত দেয় প্রেমিক। তবে বাকি টাকা ফেরত দিতে অস্বীকার করায় কিশোরীর বাবা পুলিশে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে মেয়ের প্রেমিক ও তার মাকে গ্রেফতার করে পুলিশ।