সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোপা জিততে পাকিস্তানের প্রয়োজন ১৬৪

প্রকাশিত : ১০:৩০ এএম, ১৪ অক্টোবর ২০২২ শুক্রবার

শিরোপা-জিততে-পাকিস্তানের-প্রয়োজন-১৬৪

শিরোপা-জিততে-পাকিস্তানের-প্রয়োজন-১৬৪

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মুখোমুখি হয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড ও পাকিস্তান। এ ম্যাচে আগে ব্যাট করে মধ্যম মানের সংগ্রহ পেয়েছে ব্ল্যাকক্যাপসরা। নির্ধারিত ২০ ওভারে তাদের সংগ্রহ ৭ উইকেটে ১৬৩ রান।

ক্রাইস্টচার্চে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ব্যাট হাতে প্রথম পাঁচ বলে তিনটি চার হাঁকান কিউই ওপেনার ফিন অ্যালেন। তবে প্রথম ওভারের শেষ বলে নাসিম শাহ-এর শিকার হন তিনি।

এ ম্যাচে বড় রানের দেখা পাননি ডেভন কনওয়েও। তিনি করেন ১৪ রান। গ্লেন ফিলিপস ২৯, মার্ক চাপম্যান ২৫ ও জিমি নিশাম করেন ১৭ রান। একপ্রান্ত আগলে রেখে হাফ সেঞ্চুরি করেন অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি ৫৯ রান করেন।

শেষদিকে আর কেউ বড় ইনিংস খেলতে না পারায় ১৬৩ রানের বেশি করতে পারেনি নিউজিল্যান্ড। পাকিস্তানের হয়ে নাসিম শাহ ও হারিস রউফ দুটি এবং শাদাব খান ও মোহাম্মদ নাওয়াজ একটি করে উইকেট শিকার করেন।