শ্রীপুরে পুড়ে ছাই ৭৭ বসতঘর
প্রকাশিত : ১০:১৫ এএম, ১৪ অক্টোবর ২০২২ শুক্রবার
শ্রীপুরে-পুড়ে-ছাই-৭৭-বসতঘর
বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহত ঘটনা ঘটেনি।
অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘরের মালিক নুরুল হক জানান, সেমিপাকা (টিনশেড) দিয়ে নির্মাণাধীন প্রথম পাঁচটি ঘরে আগুন লাগে। মুহূর্তেই আগুন পাশের ১৬টি, পরে তিনটি বাড়িতে ১৭টি করে এবং সবশেষ ১০টি ঘরে আগুন লাগে। আগুনে ওইসব ঘরে থাকা সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। তবে আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি।
শ্রমিক নিলুফা বেগম বলেন, ডিউটি শেষে রাতে এসে দেখি ঘরে আগুন জ্বলছে। শুধু চেয়ে দেখা ছাড়া কোনো উপায় ছিল না। ফ্রিজ, টেলিভিশন ও ছোটবড় বিভিন্ন ফার্নিচারসহ নগদ টাকা ছিল ঘরে। আগুনে ঘরে থাকা আসবাবপত্র ও কাপড়সহ সব মালামাল পুড়ে গেছে।
শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর বেলাল হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার কারণ তিনি জানাতে পারেননি তিনি।