সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঢাকায় নার্সিং প্রতিষ্ঠান পরিদর্শনে যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সন্তোষ প্রকাশ

প্রকাশিত : ১২:১০ এএম, ১৪ অক্টোবর ২০২২ শুক্রবার

ঢাকায়-নার্সিং-প্রতিষ্ঠান-পরিদর্শনে-যুক্তরাজ্যের-প্রতিনিধিদলের-সন্তোষ-প্রকাশ

ঢাকায়-নার্সিং-প্রতিষ্ঠান-পরিদর্শনে-যুক্তরাজ্যের-প্রতিনিধিদলের-সন্তোষ-প্রকাশ

যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টারের মেয়র এন্ডি বার্নহামের একটি প্রতিনিধিদল ঢাকা নার্সিং কলেজসহ বিভিন্ন নার্সিং প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। প্রতিনিধি দল নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের আওতাধীন নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

গ্রেটার ম্যানচেস্টারের ওল্ডহ্যাম কাউন্সিলের ডেপুটি লিডার আব্দুল জব্বারের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন গ্রেটার ম্যানচেস্টার কম্বাইন্ড অথোরিটির ইন্টারন্যাশনাল রিলেশনশিপ বিভাগের প্রধান মারিয়া গনসালেজ; স্যালফোর্ড ইউনির্ভাসিটির ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বিভাগের এসোসিয়েট ডাইরেক্টর নান্সি কুক ও এডমিশন ডাইরেক্টর জিলিয়ান কোলগান; বোল্টন ইউনির্ভাসিটির প্রফেসর হ্যান্সলট ও হেড অব ইন্টারন্যাশনাল আহমেদ খান; ম্যানচেস্টার ইউনির্ভাসিটির মেডিকেল এডুকেশন বিভাগের প্রধান প্রফেসর জো হার্ট ও মেডিকেল এডুকেশন পার্টনারশিপের ইন্টারিম ডাইরেক্টর প্রফেসর লুসি বাইরন ডেভিস এবং ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনির্ভাসিটির ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট ম্যানেজার জনাথন পিট।

যুক্তরাজ্য ও বাংলাদেশের যৌথ ব্যবস্থাপনায় নার্সিং কলেজ ও নার্সিং ইনস্টিটিউটের কর্মরত প্রভাষক, নার্সিং শিক্ষকদের প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক মানের নার্সিং ও মিডওয়াইফারি প্রোগ্রাম চালুর লক্ষ্যে যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টারের এই প্রতিনিধি দল বাংলাদেশের নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। 

প্রতিনিধিদল ঢাকা নার্সিং কলেজসহ বিভিন্ন নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।  বাংলাদেশের নার্সিং শিক্ষার উন্নয়নে গ্রেটার ম্যানচেস্টারের পক্ষ থেকে সব ধরনের সার্বিক সহযোগিতার ব্যাপারে আশ্বাস প্রদান করেন। 

প্রতিনিধিদলের পরিদর্শন চলাকালে গত ১১ অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক এমপি’র সঙ্গে দেখা করে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র এন্ডি বার্নহামের উষ্ণ অভ্যর্থনা পৌঁছে দেন এবং বাংলাদেশে নার্সিং সেক্টরের শিক্ষাখাতের উন্নয়নে সার্বিক ব্যবস্থাপনা এবং সহযোগিতা প্রদান করার আগ্রহ প্রকাশ করেন। 

প্রতিনিধি দলকে স্বাগত জানান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব সাইফুল হাসান বাদল, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক ও (অতিরিক্ত সচিব) রাশেদা আকতার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের পরিচালক (প্রশাসন) মো. নাছির উদ্দিন, পরিচালক (শিক্ষা) মো. রশিদুল মান্নাফ কবির ও সেবা তত্ত্বাবধায়ক শিখা বিশ্বাস। 

চলতি বছরের ফেব্রুয়ারিতে স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব সাইফুল হাসান বাদলের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল যুক্তরাজ্য সফর করেন এবং বাংলাদেশের নার্সিং শিক্ষা ও মিডওয়াইফারি শিক্ষা ব্যবস্হাপনা উন্নয়নের লক্ষ্যে যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনারের সভাপতিত্বে ইউনির্ভাসিটি অব স্যালফোর্ড ও ইউনির্ভাসিটি অব বল্টনের সঙ্গে এক সভায় অংশগ্রহণ করেন। 

এরই ধারাবাহিকতায় বাংলাদেশের নার্সিং শিক্ষা ও মিডওয়াইফারি শিক্ষা উন্নয়নে গত ১৬ সেপ্টেম্বর যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয় দুুটির সঙ্গে নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এরই ফলশ্রুতিতে  গ্রেটার ম্যানচেস্টারের মেয়র এন্ডি বার্নহামের মেয়রের এই প্রতিনিধিদল বাংলাদেশের নার্সিং শিক্ষা ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে পরিদর্শনে আসেন।

এ ব্যাপারে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন পাটওয়ারী এবং  স্বাধীনতা নার্সেস পরিষদ (স্বানাপ) এর মহাসচিব মো. ইকবাল হোসেন সবুজ বলেন, যুক্তরাজ্যের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্বাস্থ্য শিক্ষা বিভাগ এবং  নার্সিং ও মিডওয়াইফারী অধিদফতরের আওতাধীন নার্সিং  শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের সমঝোতা স্বাক্ষর হওয়ায় অভিনন্দন ও ধন্যবাদ জানান।