বাল্য বিয়ের মুহূর্তে আটক কাজী, জরিমানা অর্ধলাখ
প্রকাশিত : ১১:১৫ পিএম, ১৩ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার
বাল্য-বিয়ের-মুহূর্তে-আটক-কাজী-জরিমানা-অর্ধলাখ
বৃহস্পতিবার দুপুরে সুজানগর পৌর সদরে ভবানীপুর পল্লী বিদ্যুৎ অফিসের কাছে কাজী অফিস থেকে তাকে আটক করে পুলিশ। তিনি সুজানগর পৌরসভার ২ ও ৩ নম্বর ওয়ার্ডের কাজী এবং সুজানগর উপজেলার মথুরাপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
আরো পড়ুন >>> কবে হচ্ছে এবারের বিশ্ব ইজতেমা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
সুজানগর থানার ওসি আবদুল হান্নান জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আরিফ বিল্লাহ অফিসে এক স্কুল ছাত্রীর বাল্য বিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সেখানে উপস্থিত হয়। অবস্থা বেগতিক দেখে বর পালিয়ে যায়। এ সময় কাজীকে আটক করা হয়। পুলিশ এরপর ওই কাজীকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।
সুজানগরের ইউএনও ও আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং অনাদায়ে ৬ মাসের জেল দেন। জরিমানা দেওয়ার পর মুচলেকা দিয়ে ওই কাজী ছাড়া পান।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এরকম অভিযান অব্যাহত থাকবে।