সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ওয়াশিংটন বিমানবন্দরে পাক অর্থমন্ত্রী লাঞ্ছিত

প্রকাশিত : ১০:৫০ পিএম, ১৩ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার

ওয়াশিংটন-বিমানবন্দরে-পাক-অর্থমন্ত্রী-লাঞ্ছিত

ওয়াশিংটন-বিমানবন্দরে-পাক-অর্থমন্ত্রী-লাঞ্ছিত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিমানবন্দরে পাকিস্তানের অর্থমন্ত্রী ইশাক ধরকে লাঞ্ছিত করা হয়েছে। বিমানবন্দরে নামার পরই অজ্ঞাত লোকের হাতে তিনি লাঞ্ছিত হন। তিনি ‍যুক্তরাষ্ট্রের গ্লোবাল ইনস্টিটিউটের একটি গুরুত্বপূর্ণ সভায় অংশ নিচ্ছিলেন। 

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, গ্লোবাল ইনস্টিটিউটের সভা ছাড়াও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বার্ষিক সভা অংশ নেয়ার কথা রয়েছে। তিনি আইএমএফ ও বিশ্বব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি বৈঠকের সম্ভাবনা রয়েছে।

অর্থমন্ত্রী লাঞ্ছিত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে। অর্থমন্ত্রীর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মাসুদ খান ও অন্যান্য কর্মকর্তারা ছিলেন। তারা বিমানবন্দরের বহির্গমন কাছে আসেন। 

ভিডিওতে দেখা যায়, ধরকে লক্ষ্য করে কিছু লোক ‘চোর, চোর’ বলে স্লোগান দিতে থাকেন। এই ভিডিওতে আরো শোনা যায় যে, তুমি একজন মিথ্যাবাদী ও তুমি একজন চোর। 

তখন পাল্টা উত্তর দিয়ে ধর বলেন, তুমিই মিথ্যাবাদী। 

>>ভিডিও দেখতে এখানে ক্লিক করুন<<