সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাস্তার পাশ থেকে ভেসে আসছিল নবজাতকের কান্নার শব্দ, অতঃপর...

প্রকাশিত : ১০:১৫ পিএম, ১৩ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার

রাস্তার-পাশ-থেকে-ভেসে-আসছিল-নবজাতকের-কান্নার-শব্দ-অতপর

রাস্তার-পাশ-থেকে-ভেসে-আসছিল-নবজাতকের-কান্নার-শব্দ-অতপর

গাজীপুর মহানগরের কাশিমপুরের মাধবপুর এলাকার সড়কের পাশ থেকে দুইদিন বয়সী ছেলে নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে নবজাতককে অক্ষত অবস্থায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।   

জানা গেছে, বৃহস্পতিবার ভোরে কাশিমপুরের মাধবপুর এলাকায় রাস্তার পাশ থেকে হঠাৎ করেই কান্নার শব্দ ভেসে আসে। নবজাতকের কান্নার শব্দ শুনে থমকে দাঁড়ান পথচারীরা। এ সময় পথচারীরা কাপড়ে মোড়ানো এক নবজাতককে রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ এসে ওই নবজাতককে উদ্ধার করে। 

গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার ওসি রাফীউল করিম জানান, মাধবপুর ওয়াবদা সড়কের আলম সরকারের বাড়ির পশ্চিমের সড়কে শিশুর কান্নার আওয়াজ শুনতে পেয়ে পথচারীরা কাশিমপুর থানায় খবর দেয়। পুলিশ সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রথমে হাসপাতালে পাঠায়। পরে রাত ৮টার দিকে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আজিমপুর ছোটমণি নিবাসে ওই নবজাতককে পাঠিয়ে দেওয়া হয়। পরে আদালত নবজাতককে লালন পালনের জন্য পরবর্তী সিদ্ধান্ত দেবে।