ইরাকের নতুন প্রেসিডেন্ট আব্দুল লতিফ রশিদ
প্রকাশিত : ০৯:৫০ পিএম, ১৩ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার
ইরাকের-নতুন-প্রেসিডেন্ট-আব্দুল-লতিফ-রশিদ
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার বিকেলে ৩২৯ জন সংসদ সদস্যের মধ্যে ২৬৯ জন পার্লামেন্টে উপস্থিত ছিলেন।
আলজাজিরার সাংবাদিক মোহাম্মদ আব্দেল ওয়াহেদ জানান, নতুন প্রেসিডেন্ট নির্বাচনের আগে বাগদাদের গ্রিন জোন নামের পার্লামেন্টের এলাকায় নয়টি রকেট হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন বেসামরিক লোক ও নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছেন।
পার্লামেন্টের অধিবেশনের প্রথম বৈঠক প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দুই-তৃতীয়াংশ ভোটে পৌঁছাতে ব্যর্থ হয়। এরপর চলতি বছরের ৭ ফেব্রুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত তিনবার ইরাকের প্রধান নির্বাচন করতে ব্যর্থ হন সংসদ সদস্যরা। এতে দেশটি কয়েক মাস ধরে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়।
শিয়াপন্থী শক্তিশালী নেতা মুক্তাদা আল সাদর গত বছর পার্লামেন্টের ভোটে বড় ধরনের বিজয় অর্জন করেন। তখন তিনি জোটের যথেষ্ট সমর্থন নিয়ে সরকার গঠন করতে ব্যর্থ হন। সেই থেকেই দেশটিতে রাজনৈতিক অস্থিরতা চলছিল।
গত আগস্টে রাজনীতি থেকে অবসর ও প্রেসিডেন্ট প্রার্থী থেকে নিজেকে সরানোর ঘোষণা দেন আল সাদর। এতে কয়েক বছরের মধ্যে বড় ধরনের সহিংসতা দেখেছে বাগদাদ।
ইরাকের প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে অনেক বড় পদ। আর দেশটির রাজনৈতিক প্রক্রিয়ার সবচেয়ে প্রধান মাধ্যম হচ্ছে ভোট। কারণ, প্রেসিডেন্টই বৃহৎ পার্লামেন্ট সরকার গঠনের জন্য সংসদ সদস্যদের মনোনীত করেন।