সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ডিজিটাল বাংলাদেশ গড়তে সর্বস্তরে ‘সাইবারডাইন’র সেবা দিতে চাই

প্রকাশিত : ০৯:১৫ পিএম, ১৩ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার

ডিজিটাল-বাংলাদেশ-গড়তে-সর্বস্তরে-সাইবারডাইনর-সেবা-দিতে-চাই

ডিজিটাল-বাংলাদেশ-গড়তে-সর্বস্তরে-সাইবারডাইনর-সেবা-দিতে-চাই

সম্পর্কিত খবর সফটওয়্যার ডেভেলপমেন্টের নামে অশ্লীলতা, দেড় বছরে ১০৮ কোটি টাকা হাতিয়েছে বিগো সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান ‘সাইবারডাইন টেকনোলজি লিমিটেড’র চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ.ম.সা.আ আমিন বলেছেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে সর্বস্তরে আমাদের সেবা পৌঁছে দিতে চাই। দেশের প্রায়ই কর্পোরেট, সরকারি-বেসরকারিসহ ছোট-বড় অনেক প্রতিষ্ঠানে আমরা সফটওয়্যার নির্মাণ করেছি। দেশে ডিজিটাল উন্নয়নের পাশাপাশি নৈতিক সমাজ বিনির্মাণেও সবাইকে কাজে লাগাতে চাই।

বৃহস্পতিবার কক্সবাজারের একটি হোটেলে আয়োজিত প্রতিষ্ঠানটির সেমিনারে এসব কথা বলেন তিনি। সেলস অ্যাজেন্টদের মনোবল বাড়াতে তিনদিনের ন্যাশনাল বিজনেস সেমিনারের আয়োজন করে ‘সাইবারডাইন টেকনোলজি লিমিটেড’।

১১ অক্টোবর শুরু হয়েছিল এ সেমিনার। এতে অংশ নেন পরিচালক ড. সাইদুর রহমান সেলিম, পরিচালক মো. জারিফ হুদাসহ বিভিন্ন বিভাগীয় শহর, জেলা ও উপজেলা পর্যায়ের শতাধিক পার্টনার-অ্যাজেন্ট।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. রুহুল কুদ্দছ মণ্ডল বলেন, তরুণরা দেশের টেকনোলজি নিয়ে ভালো উদ্যোক্তা হতে পারেন। টেকনোলজিতে তরুণসমাজকে কাজে লাগানোর চেষ্টা করছি আমরা। তাদের মেধাকে কাজে লাগিয়ে সারাদেশে ডিজিটাল প্রযুক্তির বিস্তার ছড়িয়ে দিতে চাই।

২০১৫ সাল থেকে দেশের শিক্ষা, ব্যবসা, সরকারি-বেসরকারি, কর্পোরেটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সফটওয়্যার বিজনেস চালিয়ে আসছে সাইবারডাইন টেকনোলজি লিমিটেড। প্রতিষ্ঠানটির সুনামও রয়েছে ব্যাপক।