সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শ্বশুরবাড়ি যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ, ৫ দিনেও মেলেনি খোঁজ

প্রকাশিত : ০৯:১৫ পিএম, ১৩ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার

শ্বশুরবাড়ি-যাওয়ার-পথে-নিখোঁজ-গৃহবধূ-৫-দিনেও-মেলেনি-খোঁজ

শ্বশুরবাড়ি-যাওয়ার-পথে-নিখোঁজ-গৃহবধূ-৫-দিনেও-মেলেনি-খোঁজ

লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের পাঁচদিন পার হয়ে গেলেও এখনো বাড়ি ফিরেননি স্মৃতি আক্তার (২১) নামে এক গৃহবধূ। গত রোববারে নিখোঁজ হয়েছেন স্মৃতি। তিনি উপজেলার চরমোহনা গ্রামের আমির উদ্দিন ঢালি বাড়ির প্রবাসী মো. রফিকের মেয়ে।

গত রোববার দুপুরে বাবার বাড়ি থেকে স্বামী ফখরুল ইসলাম টিটুর রাখালিয়া গ্রামস্থ নুরুল ইসলাম পিয়ন বাড়িতে যাওয়ার পথে তিনি নিখোঁজ হন। ওই ঘটনায় বুধবার দুপুরে রায়পুর থানায় সাধারণ ডায়েরি করেছেন স্মৃতির মা মাহিনুর। তবে পরকীয়ার সঙ্গে জড়িত হতে পারে বলে প্রাথমিক ধারণা স্থানীয় পুলিশ প্রশাসনের।

নিখোঁজ স্মৃতির মা মাহিনুর জানান, গত বুধবার মেয়ে আমার বাড়িতে বেড়াতে আসে। গত রোববার দুপুরে সে স্বামী ও শ্বশুরের জন্য দুপুরের খাবার নিয়ে রওনা দেয়। সময় মতো বাড়িতে না পৌঁছায় মেয়ের জামাই টিটু আমাকে ফোন দিয়ে মেয়ের না যাওয়ার কারণ জানতে চান। মেয়ে ওইদিন নির্ধারিত স্থানে না নেমে অন্য একটি স্থানে নেমে যান বলে অটোরিকশার চালক জানিয়েছেন। ৫ দিন ধরে মেয়ে নিখোঁজ থাকলেও এখনো কোনো সন্ধান না পাওয়ায় আমরা চরম দুশ্চিন্তাগ্রস্ত। জামাতা ও শ্বশুর বাড়ির বিরুদ্ধে তার কোনো অভিযোগ ছিল না। এ ঘটনায় আমি বাদী হয়ে রায়পুর থানায় জিডি করেছি।

গৃহবধূর শ্বশুর নুর মোহাম্মদ বলেন, আমার স্ত্রী বেঁচে নেই। পুত্রবধূ স্মৃতিই ছিল আমাদের সংসারের প্রাণ। তার হঠাৎ নিখোঁজে আমরা চিন্তিত। কারো বিরুদ্ধে পুত্রবধূর কখনো কোনো অভিযোগ ছিল না। তার কাছে কোনো মোবাইলও ছিল না। তবে তার ব্যবহৃত টেবিলের ড্রয়ারে কয়েকটি মোবাইল নম্বর পাওয়া গেছে। এগুলোর সূত্রধরেই হয়তো পুত্রবধূকে ফিরে পাবো এমন আশায় রয়েছি। সে বিপথগামী হয়েও যদি ফিরে আসে, তবে আমরা স্বাভাবিকভাবেই তাকে গ্রহণ করে নেবো। ব্যবহার ও কাজ দিয়ে সে পুত্রবধূ থেকে আমার মেয়ের স্থানটি দখল করে নিয়েছে।

স্মৃতি আক্তারের স্বামী ফখরুল ইসলাম টিটু বলেন, স্ত্রীকে ফিরে পেতে সম্ভাব্য স্থানগুলোতে খুঁজে বেড়াচ্ছি। আমাকে স্বাভাবিকভাবে ছেড়ে গেলেও এতোটা কষ্ট পেতাম না। কিন্তু এখন প্রতিটা মুহূর্ত তাকে নিয়ে দুশ্চিন্তায় আছি। আবেগের বশে খারাপ লোকের পাল্লায় পড়লে সে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই সে যেখানেই আছে থাকুক। তবে আমরা তার সঠিক অবস্থানটি নিশ্চিত হতে চাই।

রায়পুর থানার পরিদর্শক (তদন্ত) মো. হাসান জাহাঙ্গীর হোসেন বলেন, এ ঘটনায় ওই গৃহবধূর মা মাহিনুর বাদী হয়ে থানা সাধারণ ডায়েরি করেছেন। দেশের সব থানায় নিখোঁজ বার্তা পাঠানো হয়েছে। বিষয়টি দেখার জন্য একজন এসআইকে দায়িত্ব দেওয়া হয়েছে।