রাশিয়ায় হামলা করলো ইউক্রেনের সেনারা
প্রকাশিত : ০৮:৫০ পিএম, ১৩ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার
রাশিয়ায়-হামলা-করলো-ইউক্রেনের-সেনারা
তিনি বলেন, হামলায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে হতাহতের তথ্য সংগ্রহ করা হচ্ছে।
বেলগোরোডের বাইরের একটি গ্রামের বিদ্যালয়ের প্রাঙ্গণের কাছে ইউক্রেনের সেনাদের গুলি আঘাত হানে। ঐ সময় বিদ্যালয়ের প্রাঙ্গণে কোনো শিক্ষার্থী ছিল না।
গত সোমবার সম্ভাব্য হামলার জন্য দুই সপ্তাহের জন্য স্কুল বন্ধ রেখে অনলাইনে পাঠদানের বিষয়টি ঘোষণা করেন গ্ল্যাডকভ। আমাদের বিদ্যুৎকেন্দ্রে হামলা করেছে ইউক্রেন। এতে দুই হাজার মানুষ অন্ধকারে রয়েছে।
রাশিয়ার কর্তৃপক্ষ জানাচ্ছে, ইউক্রেন রাশিয়ার দক্ষিণাঞ্চলে গোলাগুলি অব্যাহত রেখেছে।
গত জুলাইয়ে রাশিয়ার বেলাগরদে বিস্ফোরণ ঘটিয়ে ইউক্রেন তিনজনকে হত্যা করেছিল বলে অভিযোগ করেছিল মস্কো।
চলতি সপ্তাহের শুরুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, বেলগরদ থেকে ১৬০ কিলোমিটার দূরে কারস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে তিনটি সন্ত্রাসী হামলার চেষ্টা করা হয়েছে।