সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেরসনে তুমুল যুদ্ধ, বাসিন্দাদের সরার আহ্বান

প্রকাশিত : ০৮:৫০ পিএম, ১৩ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার

খেরসনে-তুমুল-যুদ্ধ-বাসিন্দাদের-সরার-আহ্বান

খেরসনে-তুমুল-যুদ্ধ-বাসিন্দাদের-সরার-আহ্বান

খেরসন অঞ্চলে রুশ সেনাদের দখলে থাকা আংশিক এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন অঞ্চলটির রাশিয়া-সমর্থিত গভর্নর ভলোদিমির সালদো। ইউক্রেনের সেনাদের অগ্রগতির সঙ্গে রাশিয়ার তুমুল লড়াই বাড়ায় তিনি এ আহ্বান জানান।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

টেলিগ্রামে একটি ভিডিও বিবৃতিতে সালদো বলেন, বেসামরিক লোকদের ক্রিমিয়ায় নিতে মস্কোর সহায়তা চাই। 

ক্রিমিয়া উপদ্বীপকে ২০১৪ সালে দখল করে রাশিয়া। সেখানে অনুষ্ঠিত গণভোটের রায়ের ভিত্তিতে রাশিয়া ফেডারেশনের সঙ্গে যুক্ত করে মস্কো।

সালদো বলেন, খেরসনে রকেট হামলার সংখ্যা আশঙ্কাজনকহারে বেড়েছে। এতে মারাত্মক ক্ষতি হচ্ছে। মূলত বেসামরিক অবকাঠামোতে লক্ষ্য করে হামলা করা হচ্ছে।

খেরসন হচ্ছে সম্প্রতি রাশিয়া ফেডারেশনের সঙ্গে অন্তর্ভুক্তির চারটি অঞ্চলের একটি। এটিকে সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে যুক্ত করে রাশিয়া।