চট্টগ্রামের বিপক্ষে জয় দিয়ে সিলেটের জাতীয় লিগ শুরু
প্রকাশিত : ০৮:৩০ পিএম, ১৩ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার
চট্টগ্রামের-বিপক্ষে-জয়-দিয়ে-সিলেটের-জাতীয়-লিগ-শুরু
তিন দিনে সমাপ্ত ম্যাচে প্রথম ইনিংসে ১৪১ রানে অলআউট হয় চট্টগ্রাম। জবাবে সিলেটের তরুণরা করে ৩১২ রান। ১৭১ রানে পিছিয়ে থাকা চট্টগ্রাম শেষটা আর উঠে দাঁড়াতে পারেনি। বোলার হাসান মুরাদের ৮ উইকেটও পরাজয় বাঁচাতে পারলো না তাদের।
গতকাল বুধবার তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে দলের স্কোর ছিল ৪ উইকেটে ১৬৯। অধিনায়ক ইরফান শুক্কুর ২০ আর তরুণ পারভেজ ইমন ১৪ রানে ব্যাট করছিলেন; কিন্তু আজ চতুর্থ ও শেষদিনে তারা দলকে তেমন কিছুই দিতে পারেননি।
ইরফান শুক্কুর ২৩ আর পারভেজ ইমন ১৬ রানে আউট হন। নিচের দিকে ইরফান সাজ্জাদ ১৭ আর ৮ উইকেট পাওয়া বাঁ-হাতি স্পিনার হাসান মুরাদের ১৭ রান চেষ্টা করেও স্কোরলাইন লম্বা করতে পারেননি।
অফস্পিনার নাইম আহমেদ আর বাঁ-হাতি স্পিনার নাবিল সামাদ চট্টগ্রামের মিডল ও লেট অর্ডারের টুঁটি চেপে ধরেন। এতে করে ২২১ রানে শেষ হয়ে যায় চট্টগ্রামের দ্বিতীয় ইনিংস।
২৪ বছর বয়সী অফস্পিনার নাইম আহমেদ ৪২ রানে ৫ উইকেট দখল করেন। আর বাঁ-হাতি স্পিনার নাবিল সামাদের ঝুলিতে জমা পড়ে ৪ উইকেট। এ দুই বোলারই আসলে সিলেটের জয়ের মঞ্চ তৈরি করে দেন।
জিততে সিলেটের প্রয়োজন ছিল মাত্র ৫১ রানের। ওপেনার ইমতিয়াজ হোসেন তান্না ১ রানে আউট হলে আরেক ওপেনার তৌফিক খানের অপরাজিত ৩৫ ও অমিত হাসানের অপরাজিত ১৫ রান দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয়।
চট্টগ্রাম প্রথম ইনিংস: ১৪১/১০, ৮০.১ ওভার
দ্বিতীয় ইনিংস: ২২১/১০, ১১৯.৩ ওভার
(সাব্বির হোসেন ৫৫, তামিম ইকবাল ২০, পিনাক ঘোষ ১৫, সৈকত আলী ৩২, পারভেজ হোসেন ইমন১৬*, ইরফান শুক্কুর ২৩, হাসান মুরাদ ১৭, ইফতেখার সাজ্জাদ ১৭, নাইম আহমেদ ৫/৪২ নাবিল সামাদ ৪/৫৮)।
সিলেট প্রথম ইনিংস: ৩১২/১০ , ৯৯.৫ ওভার
দ্বিতীয় ইনিংস: ৫২/১, ৭.৫ ওভার
ইমতিয়াজ তান্না ১, তৌফিক খান ৩৫*, অমিত হাসান ১৫*।
ফলাফল: সিলেট ৯ উইকেটে জয়ী।