দল হারলেও শ্রীরামের টিম কম্বিনেশন পরিষ্কার
প্রকাশিত : ০৮:৩০ পিএম, ১৩ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার
দল-হারলেও-শ্রীরামের-টিম-কম্বিনেশন-পরিষ্কার
বৃহস্পতিবার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে এসব কথা বলেন শ্রীরাম।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচ হারলেও জয়ের জন্য দুটি সুযোগ ছিল, বলছেন শ্রীরাম। এ নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশকে জয়ের জন্য সবকিছু একত্রিত করতে হবে। পাকিস্তানের বিপক্ষে আমাদের দুটি সুযোগ ছিল। প্রথম খেলায় আমাদের শেষ দশ ওভারে ১০০ রান করতে হয়েছিল এবং এই খেলায় শেষ দশ ওভারে ১০০ রান রক্ষা করতে হয়েছিল। আমরা সংক্ষিপ্ত হয়ে এসেছি। উভয় খেলায় অল্প ব্যবধান। তবে এগুলো থেকে শেখার বিষয় রয়েছে। ভালো দল শেষার্ধে এক ওভারে দশ রান স্কোর করে বা রক্ষা করে।’
শ্রীরাম আরও বলেন, ‘আমরা এটিকে কম্বিনেশন হিসেবে দেখছি। আমরা জানব কীভাবে প্রত্যেক খেলোয়াড় বিভিন্ন পরিস্থিতিতে সাড়া দেন। আমি মনে করি আমরা বেশ কিছুটা শিখেছি। আমরা বিভিন্ন দলের বিপক্ষে আমাদের কম্বিনেশন সম্পর্কে খুব পরিষ্কার। সব বিকল্প প্রস্তুত রাখতে হবে।’
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে কোন খেলোয়াড়রা খেলবেন, সে সম্পর্কে জানেন শ্রীরাম। এমনকি কম্বিনেশনও দুই-তিনটি রয়েছে বলে নিশ্চিত করলেন তিনি।
এ বিষয়ে শ্রীরাম বলেন, ‘আমরা যে সেরা দলটিকে খেলাতে চাই, সে বিষয়ে আমরা খুবই স্পষ্ট। আমি মনে করি অধিনায়ক, পরিচালক এবং আমি একই অবস্থানে রয়েছি। আমাদের মাথায় দুই বা তিনটি কম্বিনেশন আছে। শর্তের পরিপ্রেক্ষিতে, আমরা সেই অনুযায়ী নেব।’