১৩ জনকে মেরে অবশেষে ধরা পড়ল মানুষখেকো বাঘ
প্রকাশিত : ০৭:৫০ পিএম, ১৩ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার
১৩-জনকে-মেরে-অবশেষে-ধরা-পড়ল-মানুষখেকো-বাঘ
বন দফতরের এক কর্মকর্তা জানান, গড়ছিরৌলির ওয়াডসা জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল মানুষখেকো বাঘটি। ক্রমেই ত্রাস হয়ে উঠেছিল।
তিনি আরো বলেন, ওয়াডসায় ছয়জন, ভান্ডারায় চারজন, চন্দ্রপুর জেলার ব্রহ্মপুরী জঙ্গলে তিনজনকে হত্যা করেছে সেই বাঘ। নাগপুর জঙ্গলের মুখ্য বনপাল ৪ অক্টোবর একটি বৈঠক করে সিটি-১ বাঘটিকে ধরার নির্দেশ দেন।
ঐ কর্মকর্তা জানান, মুখ্য বনপালের নির্দেশের পরই সক্রিয় হয় তাড়োবা বাঘ উদ্ধারকারী দল ও চন্দ্রপুরের র্যাপিড রেসপন্স টিম। বৃহস্পতিবার সকালে ওয়াডসা জঙ্গল থেকে বাঘটিকে ধরা হয়। এরপর বাঘটিকে ১৮৩ কিলোমিটার দূরে নাগপুরের গোরেওয়াড়া কেন্দ্রে পুনর্বাসনের জন্য পাঠানো হয়েছে।
বিশেষজ্ঞরা জানান, নিজের শাবকদের বাঁচাতে বা প্রাণরক্ষার জন্যই মূলত মানুষকে আক্রমণ করে বাঘ। তখন তাকে ‘কনফ্লিক্ট টাইগার’ বলা হয়। ঐ বাঘটি কেন ১৩ জনকে হত্যা করেছে তা এখনো স্পষ্ট কারণ জানা যায়নি।
বিশ্বের মোট বাঘের ৭০ শতাংশের বেশি রয়েছে ভারতে। ২০১৯ সালে দেশটির সরকারের দেওয়া তথ্য বলছে, প্রতিবছর ভারতে বাঘের আক্রমণে ৪০ থেকে ৫০ জনের মৃত্যু হয়।