সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইউরোপের আকাশ প্রতিরক্ষা বাড়াতে সম্মত হলো ন্যাটো

প্রকাশিত : ০৭:৫০ পিএম, ১৩ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার

ইউরোপের-আকাশ-প্রতিরক্ষা-বাড়াতে-সম্মত-হলো ন্যাটো

ইউরোপের-আকাশ-প্রতিরক্ষা-বাড়াতে-সম্মত-হলো ন্যাটো

ইউরোপের আকাশ প্রতিরক্ষা বাড়াতে এক চিঠিতে স্বাক্ষর করেছেন ন্যাটোর সদস্যভুক্ত ১৪টি দেশের প্রতিরক্ষামন্ত্রীরা। এরমধ্যে যুক্তরাজ্য ও ফিনল্যান্ডও স্বাক্ষর করেছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বিমান ও মিসাইল হামলা থেকে ইউরোপের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে হবে।

ন্যাটোর ডেপুটি সেক্রেটারি জেনারেল মিরসিয়া জিওয়ানা বলেন, আজকের এই প্রতিশ্রুতি অনেক সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা ইউক্রেনে রাশিয়ার বর্বর ক্ষেপণাস্ত্র হামলার স্বাক্ষী হয়েছি। 

ন্যাটোর এক বিবৃতিতে জানানো হয়, আকাশ প্রতিরক্ষার উদ্যোগটি সকল অংশগ্রহণকারী দেশের সঙ্গে সম্মিলতিভাবে মিলে উন্নত করা হয়েছে।