‘ইউক্রেনের জন্য পশ্চিমাদের অস্ত্র শেষ হবে না’
প্রকাশিত : ০৭:৫০ পিএম, ১৩ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার
ইউক্রেনের-জন্য-পশ্চিমাদের-অস্ত্র-শেষ-হবে-না
রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত ইউক্রেনের জন্য পশ্চিমাদের সরবরাহ করা অস্ত্র শেষ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব বেন ওয়ালেস।
বৃহস্পতিবার সকালের দিকে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।- খবর বিবিসির।
প্রতিরক্ষা সচিব বলেন, রাশিয়া নিজেকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করেছে। এখন পশ্চিমা দেশগুলো একটি সাপ্লাই চেইন সৃষ্টি করেছে। এটিই আমরা এখন করছি।
রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো কী করবে-এমন প্রশ্নের জবাবে ওয়ালেস বলেন, আমি এটি অনুমান করি না। তবে বিষয়টি নিয়ে নিশ্চিত হতে জোটের সদস্যরা আলোচনা করছে।