সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

মাদরাসায় পাঠদান শেষে ঘরে ফেরা হলো না শিক্ষকের

প্রকাশিত : ০৭:১৫ পিএম, ১৩ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার

মাদরাসায়-পাঠদান-শেষে-ঘরে-ফেরা-হলো-না-শিক্ষকের

মাদরাসায়-পাঠদান-শেষে-ঘরে-ফেরা-হলো-না-শিক্ষকের

কক্সবাজারের চকরিয়ার মালুমঘাটে টমটম উল্টে মাওলানা মোজাহারুল হক (৪৫) নামে একজন মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে চট্রগ্রাম-কক্মবাজার মহাসড়ের চকরিয়ার ডুলাহাজারা ইউপির দুলাছড়া ব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোজাহারুল হক (৪৫) উপজেলার ডুলাহাজারা ইউপির ৭নং ওয়ার্ডের পূর্ব মাইজপাড়ার বাসিন্দা মৃত মো. কালুর ছেলে। নিহত ব্যক্তির পূর্বের বাড়ি পেকুয়া উপজেলার পূর্ব মেহেরনামা এলাকায়।

জানা গেছে, নিহত ব্যক্তি পার্বত্য লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের হায়দারনাশী এমএম দাখিল মাদরকসার সহকারী শিক্ষক ও ডুলাহাজারা ইউপির পূর্ব মাইজপাড়া তেঁতুলগাছ তলা বায়তুল মামুর জামে মসজিদের খতিব।

বিষয়টি নিশ্চিত করে ডুলাহাজারা ইউপির ৭নং ওয়ার্ডের মেম্বার ফরিদ উদ্দিন জানান, মাদরাসায় পাঠদান শেষে হায়দারনাশী এলাকা থেকে মালুমঘাট স্টেশনে আসেন। সেখান থেকে টমটমযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। এ সময় টমটমটি হঠাৎ উল্টে সড়ক থেকে নিচে পড়ে যায়। পরে পথচারীরা মোজাহারুল হককে উদ্ধার করে মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।