ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, শনাক্ত ৭৬৫
প্রকাশিত : ০৭:১০ পিএম, ১৩ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার
ডেঙ্গুতে-একদিনে-৮-জনের-মৃত্যু-শনাক্ত-৭৬৫
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ২ হাজার ৬৯৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে এক হাজার ৯১৫ জন ঢাকার মধ্যে এবং ৭৮০ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১৩ অক্টোবর ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৩ হাজার ২৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৭ হাজার ২৫৯ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ছয় হাজার ২৩ জন ডেঙ্গু রোগী।
অন্যদিকে, চিকিৎসা শেষে ২০ হাজার ৫০৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ১৫ হাজার ২৯৯ জন ঢাকার বাসিন্দা, বাকি পাঁচ হাজার ২০৫ জন ঢাকার বাইরের অন্যান্য জেলার বাসিন্দা।