‘সেক্রেড গেমস করতে বারণ করেন’, সাজিদ বিতর্কের মধ্যে বিস্ফোরক এলনাজের
প্রকাশিত : ০৫:২০ পিএম, ১৩ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার
সেক্রেড-গেমস-করতে-বারণ-করেন-সাজিদ-বিতর্কের-মধ্যে-বিস্ফোরক-এলনাজের
ছবির কাজ করতে গিয়ে যৌন হেনস্থার মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন এলনাজ। তিনি বলেছেন, মিটু আন্দোলনের আগে প্রায়ই হত (যৌন হেনস্থার ঘটনা)। তারপর থেকে অনেকটা কমেছে। লোকেরা এখন অনেক সতর্ক হয়ে গিয়েছে। হয়তো এখনো হচ্ছে। নতুনদের জন্য খুব খারাপ।
এরপর এলনাজ আরো বলেন, আমার খুব খারাপ অভিজ্ঞতা রয়েছে। শুধু তাই নয়, উনি (এক বিখ্যাত পরিচালক) আমায় ‘সেক্রেড গেমস’ করতে বারণ করেছিলেন। পরিবর্তে ওর ছবিতে অভিনয়ের কথা বলেছিলেন। আমার মনে হয়েছিল, ওর কথা শুনলে ভুল সিদ্ধান্ত নেওয়া হবে। দেখুন ‘সেক্রেড গেমস’ কোথায় নিয়ে গেল আমাকে। আর ওর ওই ছবি ফ্লপ করল।
তবে কোন পরিচালকের কথা বললেন, সে ব্যাপারে খোলসা করেননি এলনাজ। কিন্তু সাজিদকে নিয়ে যখন জোর বিতর্ক চলছে, সেই আবহে অভিনেত্রীর এই মন্তব্য আলাদা তাৎপর্য পেয়েছে। লক্ষণীয়, ‘মিটু’ আন্দোলনের সময় পরিচালক বিপুল শাহের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন এলনাজ। পরে এই মামলায় ছাড়পত্র পান পরিচালক। তবে বর্তমানে বিপুলের প্রসঙ্গেই এই মন্তব্য করেছেন কি না এলনাজ, তা স্পষ্ট নয়।