নববধূ নিয়ে ফেরার পথে মেঘনায় ডুবল নৌকা
প্রকাশিত : ০৫:১৫ পিএম, ১৩ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার
নববধূ-নিয়ে-ফেরার-পথে-মেঘনায়-ডুবল-নৌকা
স্থানীয় বাসিন্দা সাদ্দাম হোসেন বলেন, বুধবার চর পোড়াগাছা ইউনিয়নের আজাদনগরের হাজীগঞ্জ এলাকায় বিয়ে ঠিক হয় চর আবদুল্লাহর বাসিন্দা কালু মাঝির ছেলে সোহাগের। এদিন নারী-শিশু ও পুরুষসহ ৩০-৩৫ জন বরযাত্রী নিয়ে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল একটি নৌকা। রাতে নববধূকে নিয়ে নৌকায় করে বাড়ি ফেরার পথে চেয়ারম্যান বাজারের কাছাকাছি পৌঁছালে তাদের নৌকাটি উল্টে ডুবে যায়। তবে বরযাত্রীর কোনো ক্ষতি হয়নি।
নৌকাযাত্রী নোমানচৌকিদার বলেন, সন্ধ্যা ৬টার দিকে বর-কনেসহ বরযাত্রীদের নিয়ে নৌকাটি আলেকজান্ডার থেকে রওনা হয়। মাঝপথে নৌকার ইঞ্জিনের তেল ফুরিয়ে যায়। পরে একটি স্পিডবোট খবর দেওয়া হয়। এরপর নৌকাটি বেঁধে নেয়ার সময় উল্টে ডুবে যায়। তবে আমরা নিরাপদে কূলে উঠতে পেরেছি।
রামগতির বড়খেরী নৌ-পুলিশের ইনচার্জ ফেরদৌস আহমেদ বলেন, নৌকায় ৩০-৩৫ জন যাত্রী ছিলেন। সবাই নিরাপদে তীরে উঠেছেন।