বিকেলের নাস্তায় চিজি ক্যাপসিকাম এগ
প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ১৩ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার
বিকেলের-নাস্তায়-চিজি-ক্যাপসিকাম-এগ
উপকরণ: ডিম ছয়টি, সবুজ ক্যাপসিকাম কুচি আধা কাপ, লাল ক্যাপসিকাম কুচি আধা কাপ, হলুদ ক্যাপসিকাম কুচি আধা কাপ, পেঁয়াজ কুচি হাফ কাপ, কাঁচা মরিচ কুচি দুই চামচ, গোলমরিচ গুঁড়া হাফ চামচ, লবণ পরিমাণ মতো, চিজ এক কাপ, বাটার দুই চামচ।
প্রণালী: প্রথমে একটি বাটিতে ডিমগুলো ভেঙে ফেটিয়ে নিন। এবার ফেটানো ডিমের মধ্যে কুচি করে রাখা তিন রঙের ক্যাপসিকাম দিয়ে দিন। এরপর চিজ, লবণ, গোলমরিচ ও এক চামচ বাটার দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন। ডিম ফেটানো হয়ে গেলে একটি কাপ কেকের ট্রেতে অথবা ক্যাপসিকাম দুই ফালি করে তার মধ্যের বীজ ফেলে তাতে বাটার ব্রাশ করে নিন।
বাটার মাখানোর পরে প্রতিটি ক্যাপসিকাম সমান করে মিশিয়ে রাখা ডিম দিয়ে দিন। এরপর চাইলে ওভেনে বেক করে নিন অথবা চুলায় কয়েক মিনিট ভাপ দিয়ে নিন। ডিমটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে খুব সাবধানে নামিয়ে পরিবেশন করুন বিকেলের নাস্তায় চিজি ক্যাপসিকাম এগ।