ইরানে হিজাববিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ১০৮
প্রকাশিত : ০১:৫০ পিএম, ১৩ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার
ইরানে-হিজাববিরোধী-বিক্ষোভে-নিহতের-সংখ্যা-বেড়ে-১০৮
বুধবার (১২ অক্টোবর) অসলোভিত্তিক গ্রুপ ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে আইএইচআর জানায়, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশের জাহেদান শহরে পৃথক সংঘর্ষের সময় ইরানি নিরাপত্তা বাহিনী কমপক্ষে ৯৩ জনকে হত্যা করেছে।
হিজাব না পরায় তেহরানে নৈতিকতা পুলিশ মাহসা আমিনি নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছিল গত মাসে। পুলিশি হেফাজতে তার মৃত্যু হলে ১৬ সেপ্টেম্বর ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
জাহেদানে সহিংসতা ৩০ সেপ্টেম্বর বিক্ষোভের সময় শুরু হয়েছিল। এই অঞ্চলের এক পুলিশ কমান্ডারের হাতে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভের সূত্রপাত হয়।
আরো পড়ুন>> ছয় দশকের মধ্যে দিল্লিতে সর্বোচ্চ বৃষ্টিপাত
আইএইচআর পরিচালক মাহমুদ আমিরি-মোগাদ্দাম এক বিবৃতিতে বলেছেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে প্রতিক্রিয়া প্রকাশ করে কুর্দিস্তানে আরো হত্যাকাণ্ড প্রতিরোধ করতে হবে। ... কুর্দিস্তান প্রদেশের সানন্দাজ শহরটি গত তিন দিনে ব্যাপক বিক্ষোভ এবং রক্তক্ষয়ী দমন-পীড়ন প্রত্যক্ষ করেছে।’
আইএইচআর জানিয়েছে, এখনও পর্যন্ত মাজানদারান প্রদেশে ২৮ জন, কুর্দিস্তানে ১৪ জন, গিলান ও পশ্চিম আজারবাইজানে ১২ জন এবং তেহরান প্রদেশে ১১ জনের নিহতের তথ্য রেকর্ড করা হয়েছে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড