হারের মাঝেও আশার আলো দেখছেন সাকিব
প্রকাশিত : ০১:৩০ পিএম, ১৩ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার
হারের-মাঝেও-আশার-আলো-দেখছেন-সাকিব
পাকিস্তানের বিপক্ষে হারের পর পুরো দেশ যখন সমালোচনায় মত্ত, সাকিব তখন ইতিবাচক দিকেই ঝুঁকে পড়েছেন। বিশ্বকাপের প্রস্তুতিও ভালো ভাবে হয়েছে বলে মনে করেন তিনি। ম্যাচ শেষে তেমনটাই জানিয়েছেন বাংলাদেশ দলপতি।
ক্রাইস্টচার্চে বৃহস্পতিবার সকালের প্রথম ভাগটা ছিল সাকিব ও লিটন দাসের ব্যাটে ঝলমল। দুজনের আগ্রাসী ফিফটিতে দল পেয়েছিল ১৭৩ রানের পুঁজি। যা এক বল আগে পেরিয়ে ৭ উইকেটে জিতে যায় পাকিস্তান।
নিজেদের ব্যাটিংয়ে শেষ ওভারে আরো কিছু রান আসলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারতো বলে সাকিবের বিশ্বাস। সাকিব বলেন, কঠিন ছিল সিরিজ। তবে আজ আমরা আমাদের সেরা খেলাটা খেলেছি। শেষ ওভারে আরও বেশি রান করতে পারতাম। যে অবস্থায় ছিলাম সেখান থেকে আরো বেশি হতে পারতো।
সাকিব আরো বলেন, আমরা মাঝের ওভারে ভাল খেলেছি, যেটার ঘাটতি ছিল আগে। এটা আমাদের সামনে বিশ্বকাপে ভাল খেলতে সাহায্য করবে। বিশ্বকাপের পরিকল্পনায় আমরা পরিষ্কর আছি। এটা ভালো দিক।
এই সিরিজে ব্যাট হাতে বেশ ভালো করেছেন সাকিব। তবে নিজের বোলিং নিয়ে মোটেও খুশি নন বিশ্বসেরা অলরাউন্ডার।
তিনি বলেন, আমার কাজ হচ্ছে দলের জন্য রান করা। আমার বোলিং ভালো হচ্ছে না। এখানে উন্নতি করতে হবে। আমরা অনেক উন্নতি করেছি এই টুর্নামেন্টে সেটা সবচেয়ে ইতিবাচক দিক।