সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আজও বৃষ্টির বার্তা দিলো আবহাওয়া অধিদফতর

প্রকাশিত : ০১:১০ পিএম, ১৩ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার

আজও-বৃষ্টির-বার্তা-দিলো-আবহাওয়া-অধিদফতর

আজও-বৃষ্টির-বার্তা-দিলো-আবহাওয়া-অধিদফতর

ঢাকার কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও সারাদেশের কিছু জায়গায় ভারি বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া রাজধানী ঢাকার আকাশ আজও আংশিক মেঘলা থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

বৃহস্পতিবার সকালে অধিদফতরের দেওয়া পূর্বাভাসে আরো বলা হয়েছে, আগামী পাঁচদিন সারাদেশে দিনের শেষদিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণও হতে পরে।

সারাদেশে আজ দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আজ ঢাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার রয়েছে। যা দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে বইছে।

দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৮৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে তেঁতুলিয়ায়। সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া মৌসুমি বায়ুর অক্ষ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।