ছয় দশকের মধ্যে দিল্লিতে সর্বোচ্চ বৃষ্টিপাত
প্রকাশিত : ১২:৫০ পিএম, ১৩ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার
ছয়-দশকের-মধ্যে-দিল্লিতে-সর্বোচ্চ-বৃষ্টিপাত
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
ভারতের আবহাওয়া অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবরে দিল্লিতে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছিল ১৯৫৪ সালে। ওই অক্টোবরে ১৩৮.২ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছিল। অন্য দিকে, ১৯৫৬ সালের অক্টোবরে ২৩৬.২ মিলিমিটার বৃষ্টির দাপট সয়েছিলেন দিল্লিবাসী। তারপর থেকে অক্টোবরে এত বৃষ্টি আর হয়নি।
ভারতের আবহাওয়া অফিস বলছে, অক্টোবরের ১ থেকে ১০ তারিখের মধ্যে সপ্তাহের ৬ দিনই ভারী বৃষ্টি হয়েছে দিল্লি জুড়ে। তার মধ্যে ৩ দিন প্রায় একটানা বৃষ্টি হয়েছে। মঙ্গলবার পর্যন্ত তার পরিমাণ দাঁড়িয়েছে ১২৮.৬ মিলিমিটার।
আরো পড়ুন>> তৃতীয় দফায় চীনা কমিউনিস্ট পার্টির ক্ষমতার দরজায় শি জিনপিং
২০১৭, ২০১৮ এবং ২০২০ সালের অক্টোবরে দিল্লিতে একফোঁটাও বৃষ্টি হয়নি। ২০১৯ সালের অক্টোবরে কেবল ৪৭.৩ মিলিমিটার বৃষ্টি হয়েছিল দিল্লিতে।
এ বৃষ্টিপাতের কারণ হিসেবে আবহাওয়াবিদরা বলছেন, অন্ধ্রপ্রদেশের উপকূল হয়ে বঙ্গোপসাগরে দিকে একটি ঘূর্ণাবর্ত এগোচ্ছে। পাশাপাশি, আরব সাগর থেকে আর্দ্রতা বয়ে আনছে পশ্চিমী ঝঞ্ঝা। এই দুইয়ের জেরে দিল্লিতে বৃষ্টি হচ্ছে।