পাক শিবিরে হাসান মাহমুদের জোড়া আঘাত
প্রকাশিত : ১১:৩০ এএম, ১৩ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার
পাক-শিবিরে-হাসান-মাহমুদের-জোড়া-আঘাত
এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ১৩.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১১১ রান।
বৃহস্পতিবার ক্রাইস্টচার্চে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার দলপতি সাকিব আল হাসান। আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান করেছে বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নামে পাক অধিনায়ক বাবর আজম ও মোহাম্মাদ রিজওয়ান। শুরুর ওভারটা করেছিলেন হাসান মাহমুদ, রান দিয়েছিলেন তিনটি। এরপর তাসকিন আহমেদও এসে তিন রান দেন। বাংলাদেশের ‘ভালো’ শুরুটা উবে গেল তৃতীয় ওভার থেকে। শরিফুল ইসলামকে চার মেরে হাত খোলেন মোহাম্মদ রিজওয়ান। তাসকিনের পরের ওভারে বাবরও চার মেরে গা ঝাড়া দিয়ে ওঠেন।
সেই যে দুর্দশার শুরু বাংলাদেশের, তার শেষ হলো না আর। ইনিংসের সপ্তম ওভার পর্যন্ত অন্তত একটি করে চার বের করেছে পাকিস্তান। মাঝে ৪, ৫ আর ৬ নম্বর ওভারে চার এসেছে দুটো করে।
অবস্থা বেগতিক দেখে অধিনায়ক সাকিব আল হাসান নিজেই আসেন আক্রমণে। সে ওভার থেকে পাকিস্তান কোনো বাউন্ডারি মারতে পারেনি। তুলতে পেরেছে ৪ রান। সাকিব পাকিস্তানের চার মারায় লাগাম টানতে পারলেও উইকেট ফেলতে পারেননি।
১৩ তম ওভারে সফলতা পান পেসার হাসান মাহমুদ। তৃতীয় বলটি স্লোয়ার মারেন এই পেসার। এ ফাঁদেই পা দিলেন পাক অভিজ্ঞ ব্যাটার বাবর আজম। উড়িয়ে মারতে গিয়ে ধরে পড়েন মোসাদ্দেকের হাতে। তবে ফেরার আগে দলের জায়গা পোক্ত করে দিয়ে গেছেন অয়াক অধিনায়ক। খেলছেন ৫৫ রানের ইনিংস।
হাসান মাহমুদের সামনে দাঁড়াতেই পারেননি হায়দার আলী। ওভারে পঞ্চম বলেই হাসানের ইয়র্কারে ধরা পড়েন তিনি। শূন্য রানেই ঘরে ফেরেন এ ব্যাটার।