লিটন-সাকিবের ব্যাটে বাংলাদেশের লড়াকু সংগ্রহ
প্রকাশিত : ১০:৩০ এএম, ১৩ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার
লিটন-সাকিবের-ব্যাটে-বাংলাদেশের-লড়াকু-সংগ্রহ
বৃহস্পতিবার ক্রাইস্টচার্চে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার দলপতি সাকিব আল হাসান। আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান করেছে বাংলাদেশ।
বাংলাদেশের 'সেরা' সেই বোলিং লাইনআপে জায়গা হয়নি মুস্তাফিজুর রহমানের।
মুস্তাফিজ অবশ্য আগের ম্যাচেও খেলেননি। তিনি দলে জায়গা পাননি এই ম্যাচেও। এছাড়া তাসকিন আহমেদ আর হাসান মাহমুদ দলে ঢুকেছেন। বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন আর ইবাদত হোসেন।
শুরুতে ওপেনে করতে আসেন নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার। নাসিম শাহর করা প্রথম ওভারে ৬ বল মোকাবেলা করেও একটি রান নিতে পারেননি শান্ত।
প্রথম দুই ওভারে মাত্র ৭ রান তুলতে পারে বাংলাদেশ। ৯ বল খেলে রানের খাতা খোলেন শান্ত। পরাস্ত হয়েছেন কয়েকবার। এর মধ্যে উইকেট বিলিয়ে দিলেন সৌম্য সরকার।
নাসিম শাহর করা ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলটি তুলে মারতে গিয়ে মিডঅনে ৩০ গজ বৃত্তের মধ্যে ধরা পড়েছেন সৌম্য (৪ বলে ৪)। তাকে ওপেনিংয়ে তুলে আনার সিদ্ধান্ত কাজে লাগলো না।
এরপর মোহাম্মদ ওয়াসিমের বলে রিজওনের হাতে ক্যাচ তুলে দিয়ে ঘরে ফেরেন শান্ত। খেলেছেন ১৫ বলে ১২ রানের ইনিংস। দুই দিন পর শুরু টি-২০ বিশ্বকাপ। এখনো ওপেনিং ঠিক করতে পারেনি বাংলাদেশ দল।
যদিও লিটন দাস ও সাকিবের ব্যাটে ভালোই এগোচ্ছিল বাংলাদেশ। তবে ওয়াসিমের বলে ক্যাচ তুলে দিয়েছেন লিটন দাস। খেলছেন ৬৯ রানের অনবদ্য ইনিংস। তুলে নিয়েছেন টি-২০ ক্যারিয়ারে ৬ তম ফিফটি। ৬৮ রান করে ক্যাচ তুলে দিয়ে ফেরেন সাকিবও। আফিফ আর ইয়াসির আলি রাব্বিও দাঁড়াতে পারেনি ক্রিজে। আফিফ ১১ ও রাব্বি ১ রানের ইনিংস খেলেন। সোহান ও সাইফউদ্দিন অপরাজিত ২ ও ১ রানে ১৭৩ এ থামে বাংলাদেশের ইনিংস।
১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামবে পাকিস্তান।