সৌম্য-শান্তর বিদায়
প্রকাশিত : ০৯:৩০ এএম, ১৩ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার
সৌম্য-শান্তর-বিদায়
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮.৫ ওভারে ২ উইকেটে ৬৭ রান।
বৃহস্পতিবার ক্রাইস্টচার্চে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি সাকিব আল হাসান।
নাসিম শাহর করা প্রথম ওভারে ৬ বল মোকাবেলা করেও একটি রান নিতে পারেননি নাজমুল হোসেন শান্ত।
প্রথম দুই ওভারে মাত্র ৭ রান তুলতে পারে বাংলাদেশ। ৯ বল খেলে রানের খাতা খোলেন শান্ত। পরাস্ত হয়েছেন কয়েকবার। এর মধ্যে উইকেট বিলিয়ে দিলেন সৌম্য সরকার।
নাসিম শাহর করা ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলটি তুলে মারতে গিয়ে মিডঅনে ৩০ গজ বৃত্তের মধ্যে ধরা পড়েছেন সৌম্য (৪ বলে ৪)। তাকে ওপেনিংয়ে তুলে আনার সিদ্ধান্ত কাজে লাগলো না।
এরপর মোহাম্মদ ওয়াসিমের বলে রিজওনের হাতে ক্যাচ তুলে দিয়ে ঘরে ফেরেন শান্ত। খেলেছেন ১৫ বলে ১২ রানের ইনিংস। দুই দিন পর শুরু টি-২০ বিশ্বকাপ। এখনো ওপেনিং ঠিক করতে পারেনি বাংলাদেশ দল।
যদিও লিটন দাস ও সাকিবের ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ।