বাগেরহাটের চারটি আসনই শেখ হাসিনাকে উপহার দিতে চাই: শেখ হেলাল
প্রকাশিত : ০৯:০৫ পিএম, ১২ অক্টোবর ২০২২ বুধবার
বাগেরহাটের-চারটি-আসনই-শেখ-হাসিনাকে-উপহার-দিতে-চাই-শেখ-হেলাল
বুধবার বিকেলে বাগেরহাট রেলরোডে জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।
শেখ হেলাল উদ্দিন বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখনই বাগেরহাট শহর থেকে দাবড়ায়ে ওদের দড়াটানা নদী পার করে দিয়েছি। ওরা মুখে যত যাই বলুক পদ্মার এপারে ওদের ঠাঁই হবে না। ওদের সাহস দেখে অবাক হয়ে যাই। আমাদের হুমকি দেওয়ার সাহস পায় কোথা থেকে?
সমাবেশে আরো বক্তব্য দেন- খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভুইয়া হেমায়েত উদ্দিন, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগ, বাগেরহাট জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু, সাধারণ সম্পাদক খান আবু বকর সিদ্দিক প্রমুখ।