ফেনীতে দুই মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন
প্রকাশিত : ০৮:১৫ পিএম, ১২ অক্টোবর ২০২২ বুধবার
ফেনীতে-দুই-মাদক-ব্যবসায়ীর-যাবজ্জীবন
দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন-কুমিল্লার চান্দিনা উপজেলার পশ্চিম গোল্লাই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. হানিফ ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জ ইউনিয়নের গজারিয়া গ্রামের শেকান্তর শেখের ছেলে মনির হোসাইন। রায় ঘোষণার আগে থেকেই তারা জামিন নেয়ার পর থেকে পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০১২ সালের ২৪ নভেম্বর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর রেল ক্রসিং এলাকায় সন্দেহভাজন পরিবহনে তল্লাশি চালায় পুলিশ। এ সময় কক্সবাজারগামী একটি বাসের যাত্রী হানিফ ও মনিরের কাছ থেকে ২৫ বোতল করে মোট ৫০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ ঘটনায় এসআই সাইফুল আলম বাদী হয়ে ফেনী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
আদালতের এপিপি বিজেন্দ্র কুমার কংশ বণিক জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। আসামিরা জামিন নেয়ার পর থেকে পলাতক রয়েছে।