সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রধানমন্ত্রীর নির্দেশে বিএসএমএমইউ গবেষণা বাড়িয়েছে: ভিসি

প্রকাশিত : ০৮:১০ পিএম, ১২ অক্টোবর ২০২২ বুধবার

প্রধানমন্ত্রীর-নির্দেশে-বিএসএমএমইউ-গবেষণা-বাড়িয়েছে-ভিসি

প্রধানমন্ত্রীর-নির্দেশে-বিএসএমএমইউ-গবেষণা-বাড়িয়েছে-ভিসি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় গবেষণা বাড়িয়েছে। 

তিনি বলেন, আমরা রিসার্চ গ্র্যান্ট বাড়িয়েছি, ফ্যাকাল্টিদের প্রোমোশন দিচ্ছি, কর্মকর্তাদের হতাশা দূর করার জন্য প্রোমোশন দিয়েছি। জার্নালকে ইনডেক্স করার প্রক্রিয়া চলছে। সবকিছু মিলিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রাণের স্পন্দন ফিরে এসেছে।

বুধবার বিশ্ব আর্থ্রাইটিস দিবস উপলক্ষে বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি ও ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ আয়োজিত আলাদা দুটি বৈজ্ঞানিক সেমিনারে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে বিএসএমএমইউ’র উপাচার্য বলেন, আর্থ্রাইটিস হলে এর সঙ্গে আরো সমস্যা যোগ হতে পারে। এজন্য এ রোগ নিরাময়ের জন্য বিভিন্ন বিভাগকে একসঙ্গে কাজ করতে হবে। এ রোগের কারণে ইউরোলজিক্যাল সমস্যা হতে পারে, চোখের সমস্যা হতে পারে, রিডার সিন্ড্রোম হতে পারে।

উপাচার্য বলেন, বিশ্ব আর্থ্রাইটিস দিবসের উদ্দেশ্য জনগণকে সচেতন করা। জনগণকে সচেতনতার প্রধান লক্ষ্য কিভাবে তাদের এ রোগ থেকে রক্ষা করা যায়। মনে রাখতে হবে, একের অধিক জয়েন্ট যদি ফুলে যায়, স্টিফ বা নাড়াচাড়া না করা যায়, হাঁটা না যায়, এমন সমস্যাকে আর্থ্রাইটিস বলে। আর আর্থ্রাইটিস, ইউরোথ্রাইটিস এবং কনজাংকভাইটিস যদি থাকে তবে তাকে রেইটার সিন্ড্রোম বলে।

শহিদ ডা. মিলন হলে বাংলাদেশ রিমাউটোলজি সোসাইটি আয়োজিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ, জাতীয় অধ্যাপক ডা. একে আজাদ খান, ভারতের অধ্যাপক ডা. রোহিনী হান্ডা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল প্রমুখ।