সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নালিতাবাড়ীতে অনুমোদনহীন ভোজ্যতেল কারখানাকে জরিমানা

প্রকাশিত : ০৭:১৫ পিএম, ১২ অক্টোবর ২০২২ বুধবার

নালিতাবাড়ীতে-অনুমোদনহীন-ভোজ্যতেল-কারখানাকে-জরিমানা

নালিতাবাড়ীতে-অনুমোদনহীন-ভোজ্যতেল-কারখানাকে-জরিমানা

শেরপুরের নালিতাবাড়ীতে একটি অনুমোদনহীন ভোজ্যতেল কারখানায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর শেরপুর। এ সময় ঐ কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার দুপুর ২টার দিকে উপজেলার উত্তর কোন্নগর গ্রামের রয়েল প্লাস নামে ঐ কারখানার মালিক রাকিবুল ইসলামকে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর শেরপুরের সহকারী পরিচালক রুবেল আহমেদ।

সহকারী পরিচালক রুবেল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র এবং বিএসটিআই অনুমোদন ব্যতীত এই প্রতিষ্ঠান ভোজ্যতেল উৎপাদন ও বাজারজাত করতে পারবে না। এ বিষয়ে কারখানার মালিককে সতর্ক করা হয়েছে।