পায়রা নদীতে নিখোঁজের ৪ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার
প্রকাশিত : ০৭:১৫ পিএম, ১২ অক্টোবর ২০২২ বুধবার
পায়রা-নদীতে-নিখোঁজের-৪-ঘণ্টা-পর-কিশোরের-লাশ-উদ্ধার
বুধবার সন্ধ্যা ৬টার দিকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে, দুপুর ২টার দিকে কাওছার আমতলীর পায়রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। তার নাম জানা গেলেও পরিচয় জানা যায়নি।
জানা যায়, আমতলী-ঢাকা নৌ রুটের এমভি শতাব্দী বাঁধন লঞ্চের কেবিন বয় সিহাবের সঙ্গে আমতলী ঘুরতে আসে কাওছার। মঙ্গলবার সকালে ঢাকার সদর ঘাটে সিহাবের সঙ্গে কাওছারের পরিচয় হয়। পরে একইদিন বিকেলে ঐ লঞ্চে রওনা হয়ে বুধবার সকালে আমতলী আসে কাওছার।
বুধবার দুপুর ২টার সময় দুই বন্ধু কাওছার ও সিহাব আমতলীর পায়রা নদীতে গোসল করতে নামার পর কাওছার নিখোঁজ হয়। পরে পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা ৬টার দিকে কাওছারের লাশ উদ্ধার করে।
কাওছারের বন্ধু সিহাব জানায়, ঢাকার সদর ঘাটে কাওছারের সঙ্গে তার মঙ্গলবার সকালে পরিচয় হয়। পরিচয়ের পর সে আমার সঙ্গে ঘুরতে আমতলী আসে। বুধবার দুপুরের সময় আমরা দুইজন গোসল করতে পায়রা নদীতে নামি। পানিতে ডুব দেওয়ার পর কাওছার না উঠায় আমি অনেক খোঁজাখুঁজি করি। পরিচয়ের পর নাম ছাড়া আমি তার আর কোনো কিছু জানি না।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান বলেন, সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।