সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিশ্বকাপ দলে প্রিটোরিয়াসের বদলি জানসেন

প্রকাশিত : ০৬:৩০ পিএম, ১২ অক্টোবর ২০২২ বুধবার

বিশ্বকাপ-দলে-প্রিটোরিয়াসের-বদলি-জানসেন

বিশ্বকাপ-দলে-প্রিটোরিয়াসের-বদলি-জানসেন

আসন্ন টি-২০বিশ্বকাপে পেস বোলিং অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াসের বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকা দলে সুযোগ পেয়েছেন বাঁ-হাতি পেসার মার্কো জানসেন।

বিশ্ব কাপের জন্য পূর্বে  ঘোষিত দলে রিজার্ভ তালিকায় ছিলেন জানসেন। প্রিটোরিয়াসের ইনজুরিতে কপাল খুলেছে জানসেনের।  বাঁ-হাতি এ পেসার  মূল দলে সুযোগ পাওয়ায় রিজার্ভ তালিকায় যুক্ত হয়েছেন পেসার লিজাড উইলিয়ামস।

সদ্য শেষ হওয়া ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ খেলার সময় বাঁ-হাতে বুড়ো আঙুলের ইনজুরিতে পড়েন প্রিটোরিয়াস। পরে এক্স-রে’তে দেখা যায় প্রিটোরিয়াসের আঙুলে চিড় ধরা পড়েছে। ফলে ভারতের বিপক্ষে সিরিজেও প্রিটোরিয়াসের জায়গায় দলে নেয়া হয়েছিলো জানেসেনকে।

গত টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন প্রিটোরিয়াস। ৫ ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন তিনি।

গত জুনে ভারতের বিপক্ষে টি-২০তে অভিষেক হয় জানেসেনের। ম্যাচে ৪ ওভার বল করে ৩৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন তিনি। ঐ ম্যাচটি এখন পর্যন্ত একমাত্র টি-২০ জানসেনের। দেশের হয়ে ৭ টেস্টে ৩৭টি ও ৩ ওয়ানডেতে ২ উইকেট আছে তার।

জানসেনের সাথে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলে পেস অ্যাটাকে আরও আছেন কাগিসো রাবাদা, এনরিচ নর্টি, ওয়েন পারনেল এবং লুঙ্গি এনগিদিরা।

দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন প্রিটোরিয়াস। এর আগে গত মাসে আঙুলের ইনজুরিতে বিশ্বকাপ খেলার স্বপ্ন ভঙ্গ হয় মিডল অর্ডার ব্যাটার রাসি ভন ডার ডুসেনের।

টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দল : তেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, হেনরিচ ক্লাসেন, রেজা হেনড্রিক্স, কেশব মহারাজ, আইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, এনরিচ নর্টি, ওয়েন পারনেল, মার্কো জানসেন, কাগিসো রাবাদা, রিলি রৌসু, তাবরাইজ শামসি এবং ট্রিস্টান স্টাবস।

রিজার্ভ তালিকা : বিজর্ন ফর্টুইন, লিজাড উইলিয়ামস এবং আন্দিলে ফেলুকুওয়াও।